ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

এইচপিকে ডারউইনে পাঠানোর পরিকল্পনা বিসিবির

এইচপিকে ডারউইনে পাঠানোর পরিকল্পনা বিসিবির

ছবি- সংগৃহীত

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১৮ মে ২০২৪ | ১৪:৪৬

বাংলাদেশ ‘এ’ দলের অস্ট্রেলিয়া সফরের পরিকল্পনা সফল হয়নি ব্যয়বহুল হওয়ায়। এইচপির ডারউইন সফরও আলোর মুখ দেখবে কিনা, জানা নেই। এক মাসের সফরেও মোটা টাকা খরচ করতে হবে বিসিবিকে। এসব চিন্তা-ভাবনা করেই হয়তো বিসিবি থেকে এইচপির অস্ট্রেলিয়া সফর এগিয়ে নিতে সবুজ সংকেত পেয়েছেন হেড অব প্রোগ্রাম ডেভিড মুর। 

বিসিবি থেকে জানা গেছে, আগস্টের পুরো সময় এইচপির ক্রিকেটারদের অস্ট্রেলিয়ার ডারউইনে থাকতে হতে পারে। সেখানে দেশটির প্রাদেশিক দলগুলোর মধ্যে অনুষ্ঠেয় টি২০ টুর্নামেন্টে অংশগ্রহণ করবে বাংলাদেশ। একই সময়ে পাকিস্তান ‘এ’ দলেরও সফর আছে সেখানে। ডেভিড মুর চান নিরপেক্ষ ভেন্যুতে পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে এইচপি দুটি চার দিনের ও তিনটি এক দিনের ম্যাচ খেলুক। 

মূলত ২০২৬ সালে বাংলাদেশ দলের অস্ট্রেলিয়া সফর সামনে রেখে এই পরিকল্পনা। শেষ পর্যন্ত বিদেশ সফর হোক বা নাই হোক, এইচপির অনুশীলন ক্যাম্প শুরু হচ্ছে ২০ মে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ১৪ জুন পর্যন্ত প্রাথমিক কার্যক্রম চলবে। সপ্তাহে পাঁচ দিন ফিটনেস ট্রেনিং করাবেন তুষার কান্তি হাওলাদার। ২১ জুন থেকে ৩০ জুলাই হবে স্কিল ক্যাম্প।

আরও পড়ুন

×