স্বপ্নগুলো মেলবে কি ডানা

ছবি- সংগৃহীত
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৮ মে ২০২৪ | ১৪:৫১
চলে যাবেন বলেও যাননি। কাতালান ক্লাবটির কর্তারাও চেয়েছিলেন তাঁকে রাখতে। তাদের হতাশ করেননি জাভি। শেষটা দেখার আশায় আরও একবার বার্সার হেডমাস্টারের চেয়ারে বসতে চেয়েছিলেন। তবে এটাই যে আখেরি, সেটা অন্তত বোঝার বাকি নেই। তাই তো আটঘাট বেঁধেই নামতে চেয়েছিলেন জাভি। সেজন্য যত ধরনের পথ-সুবিধা রয়েছে, সবই কাজে লাগাতে চেয়েছিলেন। কিন্তু হঠাৎ ঝড়ে আবার সব কিছু এলোমেলো। ভিতর রকিকে নিয়ে সোজাসাপ্টা কথা, ক্লাবের আর্থিক বিষয় নিয়ে নাক গলানো এবং অভ্যন্তরীণ কারণে প্রেসিডেন্ট লাপোর্তে সঙ্গে দূরত্ব। শেষ পর্যন্ত জাভিকে বাদ দেওয়ার নকশাই নাকি কষছেন বার্সার কর্তারা। এখনও কোনো কিছু নিশ্চিত নয়। তবু গুঞ্জনটা ক্রমেই ডালপালা মেলছে। তেমনটা হলে জাভির স্বপ্নগুলো অধরাই থেকে যাবে।
তাঁর অনেক আশা ছিল, নতুন মৌসুমে নতুন করে বার্সাকে সাজানোর। বার্সার বাতিঘরখ্যাত ফুটবল একাডেমি লা মাসিয়াই হতে পারত জাভির শেষ ভরসা। যদিও চেনা আঙিনায় কোচ হয়ে আসার পর অচেনা বার্সাকে অনেকখানি পথে টানতে এই লা মাসিয়ার মশালটাই ব্যবহার করেছেন তিনি, যার বড় সংযোজন ছিলেন গাভি। এর পর লামিনে ইয়ামাল। তারও আগে আনসু ফাতি। যদিও সঠিক পরিচর্যার অভাবে ফাতিকে পারফেক্টভাবে পাওয়া যায়নি। শেষ পর্যন্ত তিনি ধারে চলে যান ব্রাইটনে। সেখান থেকে ফিরবেন কি ফিরবেন না, সেটা অন্য হিসাব। কিন্তু বাকি যারা আছেন, তাদের সঙ্গে এবার আরও কয়েকজনকে যুক্ত করতে চেয়েছিলেন জাভি।
স্প্যানিশ ক্রীড়া দৈনিক স্পোর্ত জানিয়েছে, তার মহড়ার প্রস্তুতি নিয়ে ফেলেছেন বার্সার কোচ। মূল মৌসুমের আগে এক এক করে লা মাসিয়ার মার্ক কাসাদো, মার্ক বের্নাল ও পাউ প্রিমকে পরখ করে দেখতে চান। এই তিনজনের মধ্যে কেউ হয়তো মূল দলে জায়গাও করে নিতে পারেন।
২০২১ সালে বার্সার কোচের দায়িত্ব নেওয়ার পর লা লিগা জেতাই জাভির জন্য সবচেয়ে বড় প্রাপ্তি। নিজেও ছিলেন এই ক্লাবের মাঝমাঠের প্রাণভোমরা। উঠে আসেন লা মাসিয়া থেকেই। সে জন্য বার্সার ইয়ুথ একাডেমি তাঁর কাছে সবসময় গুরুত্বপূর্ণ। যোগ দেওয়ার পর এক এক করে লা মাসিয়ার খেলোয়াড় টেনেছেন মূল দলে। তাদের সবাই যে আলো ছড়িয়েছেন, সেটাও নয়। তবে গাভি ছিলেন জাভির দারুণ এক আবিষ্কার। চোটে না পড়লে ২০২৩-২৪ মৌসুমটা হয়তো আরেকটু ভালো কাটত বার্সার। কারণ, এই লা মাসিয়ার তরুণ যতদিন বার্সার হয়ে মাঠে ছিলেন, ততদিন তাদের মাঝমাঠ নিয়ে অন্তত ভাবতে হয়নি। তাঁর সঙ্গে আরেক তরুণ পেদ্রির রসায়নটাও জমে ওঠে। কিন্তু বেরসিক চোট সবকিছু এলোমেলো করে দেয়।
এবারও জাভির গুরুত্ব দেওয়ার কথা লা মাসিয়ায়। সেখান থেকে যতটা ট্যালেন্ট হান্ট করা যায়। যদি আক্রমণভাগের কাউকে তুলে আনতে পারেন, তাহলে লামিনে ইয়ামালের সঙ্গে দারুণ বন্ধন হলেও হয়ে যেতে পারে। কিন্তু তাঁকেই যদি ছেঁটে ফেলে বার্সা, তাহলে এসব পরিকল্পনা ভেস্তে যাবে।
- বিষয় :
- জাভি হার্নান্দেজ
- বার্সেলোনা