ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

এই মৌসুমের শাস্তি আগামী আইপিএলে পাবেন হার্দিক

এই মৌসুমের শাস্তি আগামী আইপিএলে পাবেন হার্দিক

ছবি- সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৮ মে ২০২৪ | ১৫:৫৫

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) এক ম্যাচের জন্য নিষিদ্ধ হলেন হার্দিক পান্ডিয়া। এবারের আসরে তাদের আর কোনো ম্যাচ নেই। তাই আগামী আসরের প্রথম ম্যাচে মাঠে নামতে পারবেন না মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক।

গতকাল লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে ম্যাচে নির্দিষ্ট সময়ের মধ্যে ২০ ওভার শেষ করতে পারেনি মুম্বাইয়ের বোলাররা। আসরে তৃতীয় বারের মতো স্লো ওভার রেটের নিয়ম ভঙ্গ করায় এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়লেন হার্দিক। একই সঙ্গে তাকে ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানাও করা হয়েছে। এবারের আইপিএলে যেহেতু মুম্বই ইন্ডিয়ান্সের আর ম্যাচ বাকি নেই, তাই পরের আইপিএলের প্রথম ম্যাচটি খেলতে পারবেন না হার্দিক।

এবারের মৌসুমটি খুবই বাজে কেটেছে মুম্বাইর। দশ দলের মধ্যে দশম স্থানে থেকে তারা মৌসুম শেষ করেছে। ১৪ ম্যাচের মাত্র ৪টিতে জিতেছে তারা।হার্দিক নিজেও ছিলেন নিষ্প্রভ। ব্যাট হাতে ১৮ গড়ে ও ১৪৩.০৪ স্ট্রাইক রেটে তিনি রান করেছেন ২১৬টি। আর বল হাতে নিয়েছেন ১১ উইকেট। ইকোনোমি ১০.৭৫।

আরও পড়ুন

×