কোচদের হয়েছে যত জ্বালা

চাকরি হারালেন বার্সা, চেলসি ও বায়ার্নের কোচ।
জহির উদ্দিন মিশু
প্রকাশ: ২৫ মে ২০২৪ | ১২:৩৩
আসলেই তাই, যত জ্বালা কোচদের! আজ এখানে তো কাল ওখানে। কেউ বছরের পর বছর কাটিয়ে দেন একই ক্লাবে, আবার কেউ এক মৌসুমও স্থায়ী হতে পারেন না। মূলত ক্লাব ভালো করলে তাদের চাকরি থাকে, খারাপ করলে তারা পড়ে কোপে। ২০২৩-২৪ মৌসুমের শেষ লগ্নেও তার ব্যতিক্রম হচ্ছে না। তাই ইউরোপের শীর্ষ ক্লাবগুলোতে এখন চলছে চেয়ার বদলের খেলা।
এরই মধ্যে চেলসি পচেত্তিনোকে চলে যেতে বলেছে। তাঁর জায়গায় ব্লুজদের পছন্দ একাধিক কোচকে। তবে কিয়েরান ম্যাককেনাকে খুব করে চাইছে চেলসি। যদিও তাঁকে নিতে চায় আরও দুটি ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড ও ব্রাইটন।
মূলত দুই দশক পর প্রিমিয়ার লিগে ইপসউইচ সিটিকে তুলে আনায় নজরে পড়েন তিনি। সে জন্য তাঁকে নিয়ে এত টানাটানি। এখন দেখার অপেক্ষা কোন ক্লাবে যোগ দেন কিয়েরান। আর শুক্রবার কোপটা পড়ে জাভি হার্নান্দেজের ঘাড়ে। বার্সা তার বদলে আনছে হেনসি ফ্লিককে।
এদিকে লিভারপুলের নতুন কোচ অনেক আগেই চূড়ান্ত হয়ে যায়। মূলত ইয়ুর্গেন ক্লপ বিদায় বলে দেওয়ায় অলরেডদের কাজটা সহজ হয়ে গিয়েছিল। তারা আর্নে স্লটকে কোচের প্রস্তাব দেন। তিনিও রাজি হয়ে যান। ফেইনুর্ডের কোচের দায়িত্বে থাকা এই ডাচম্যান এখন লিভারপুলের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। গতকাল নতুন গুঞ্জন ওঠে, সাবেক ম্যানচেস্টার সিটি ডিফেন্ডার ভিনসেন্ট কোম্পানিকে ঘিরে। বার্নলিকে সেকেন্ড ডিভিশনে পথ দেখিয়ে প্রিমিয়ার লিগে তুলে আনতে তাঁর অবদান অনেকখানি। এখন নাকি তাঁকে নিতে চাইছে বায়ার্ন মিউনিখ।
টমাস টুখেল বাভারিয়ান আঙিনা ছেড়ে যাওয়ায় সেখানে হয়তো ভিনসেন্টের পা পড়তে পারে। সম্ভাবনাটা জোরালো, তবে এখনই যেহেতু আনুষ্ঠানিক কোনো চুক্তি বা কথাবার্তা হয়নি, তাই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। তার মধ্যে হুলেন লোপেটেগুই বসলেন ওয়েস্টহামের কোচিং চেয়ারে। নতুন মৌসুমে তাঁকে ডাগআউটে দেখা যাবে ভিন্নরূপে।
যদিও লা লিগায় কোচ বদলের খেলা শুরু হয় অনেক আগ থেকে, যেখানে বার্সার বর্তমান কোচ জাভি হার্নান্দেজকে নিয়ে যত গুঞ্জন রটে। ক্লাবের আর্থিক বিষয়াদি নিয়ে সরাসরি কথা বলা এবং স্পোর্টিং ডিরেক্টরের সঙ্গে দূরত্ব তৈরি হওয়ায় তাঁকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেন বার্সার প্রেসিডেন্ট লাপোর্তে। গত কয়েক দিন ধরেই সেই গুঞ্জন আরও ডালপালা মেলে। এরপর বার্সার কর্তারা জার্মানির সাবেক কোচ হেন্সি ফ্লিকের সঙ্গে মিটিং করেন। সেই মিটিংয়ে বার্সার প্রাথমিক প্রস্তাবেও রাজিও হয়ে যান ফ্লিক। এখন তাঁর নামটা ঘোষণা করাই বাকি।
- বিষয় :
- ফুটবল দলবদল
- জাভি হার্নান্দেজ
- টমাস টুখেল