বিশ্বকাপ স্কোয়াডে পরিবর্তন নিয়ে যা বললেন প্রধান নির্বাচক

ছবি- সংগৃহীত
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৫ মে ২০২৪ | ১৯:৪২ | আপডেট: ২৫ মে ২০২৪ | ২০:২০
যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হারায় বাংলাদেশ দলের সামর্থ্য নিয়ে উঠেছে প্রশ্ন। সামনেই বিশ্বকাপ, এর আগে এমন পারফরম্যান্স বেশ হতাশার। প্রশ্ন উঠেছে বিশ্বকাপ দলে কি কোনো পরিবর্তন আনবে বাংলাদেশ। সেই বিষয়ে গণমাধ্যমে মুখ খুলেছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।
তিনি বলেন, ‘এটা গৎবাঁধা একটা নিয়ম ছিল। বাড়তি সুবিধা নেওয়ার জন্য প্রত্যেক দলকে সুযোগ দেওয়া হয়েছিল। সে আলোকে ২৪ তারিখ দুবাই সময় রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত সুযোগ ছিল। প্রটোকল অনুযায়ী ক্যাপ্টেন, কোচ এবং আমরা নির্বাচকরা বসে কিছুক্ষণ আলাপ করেছিলাম। এ মুহূর্তে যে দল আছে, সে দলটাই বহাল রেখেছি। বিশ্বকাপে যাতে ভালো করতে পারি সেই আশা করছি। যে দল নির্বাচন করেছিলাম সেই দলের উপরই আস্থা রাখছি।’
বিশ্বকাপ দলের প্রয়োজন হলে (চোট সমস্যায়) বিকল্প ক্রিকেটার যেন প্রস্তুত থাকে, সে লক্ষ্যে বাংলাদেশ টাইগার্সের ক্যাম্প শুরু করা হচ্ছে। সেখানে সাদা বলের জন্য ৬ ক্রিকেটার বিশেষভাবে প্রস্তুত হবেন।