ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

বাংলাদেশের বিপক্ষে সেরা একাদশ খেলাচ্ছে না যুক্তরাষ্ট্র

বাংলাদেশের বিপক্ষে সেরা একাদশ খেলাচ্ছে না যুক্তরাষ্ট্র

ছবি- ক্রিকইনফো

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৫ মে ২০২৪ | ২১:২১ | আপডেট: ২৫ মে ২০২৪ | ২২:১২

প্রথম ম্যাচ হেরে ইতোমধ্যেই সিরিজ হেরে গেছে বাংলাদেশ। তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ না জিততে পারলে হোয়াইটওয়াশের লজ্জা পাবে বাংলাদেশ। বিব্রতকর এই হার এড়াতে টস জিতে ফিল্ডিং বেছে নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। অর্থাৎ আগে ব্যাটিং করবে মার্কিন যুক্তরাষ্ট্র।

সিরিজ জয় নিশ্চিত হওয়ায় তৃতীয় ম্যাচে নিজেদের একাদশে একাধিক পরিবর্তন এনেছে স্বাগতিক যুক্তরাষ্ট্র। আগের দুই ম্যাচের ম্যাচ সেরা হারমিত সিং ও আলি খানকে বিশ্রাম দিয়েছে যুক্তরাষ্ট্র। সেই সঙ্গে দলের অধিনায়ক মোনাক প্যাটেল ও ওপেনার স্টিভেন টেইলরকেও বিশ্রাম দিয়েছে স্বাগতিকরা। 

মূলত এই চারজনই ছিলেন বাংলাদেশকে হারানোর ম্যাচে সেরা পারফর্মার। যুক্তরাষ্ট্রের অধিনায়ক মোনাক প্যাটেল দুই ম্যাচ মিলিয়ে ৫৪ রান করেছেন। ওপেনার ব্যাটার স্টিভেন টেইলর ব্যাট হাতে করেছেন ৫৯ রান, বল হাতে নিয়েছেন ২ উইকেট।

অন্যদিকে প্রথম ম্যাচে শেষদিকে ১৩ বলে ৩৩ রান করে বাংলাদেশকে হারানো হারমিত সিংও নেই আজকের একাদশে। আরেক বোলার আলী খান, যিনি বল হাতে নিয়েছিলেন ৩ উইকেট।

আরও পড়ুন

×