ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

কলকাতার হ্যাটট্রিক নাকি হায়দরাবাদের দ্বিতীয়

কলকাতার হ্যাটট্রিক নাকি হায়দরাবাদের দ্বিতীয়

ছবি- এএফপি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৬ মে ২০২৪ | ১৫:২২ | আপডেট: ২৬ মে ২০২৪ | ১৫:৪৪

সেই ২২ মার্চ শুরু, দুই মাসের বেশি সময় পর অন্তিমলগ্নে সপ্তদশ আইপিএল। চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে আজ শিরোপা নির্ধারক ম্যাচে মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদ। এ দু’দলই গ্রুপ পর্ব শেষে পয়েন্ট তালিকার শীর্ষে ছিল। শ্রেয়াস আয়ারের নেতৃত্বে প্রথম কোয়ালিফায়ারে হায়দরাবাদকে হারিয়ে ফাইনালের টিকিট কনফার্ম করেছিল কলকাতা। অন্যদিকে, প্যাট কামিন্সের নেতৃত্বে হায়দরাবাদ দ্বিতীয় কোয়ালিফায়ারে রাজস্থানকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয়। এই নিয়ে চতুর্থবার আইপিএলের ফাইনাল খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্স। আগের তিন ফাইনালের দু’বার চ্যাম্পিয়ন হয়েছে তারা। তাই বলা যায়, আইপিএল জয়ের হ্যাটট্রিকের সামনে দাঁড়িয়ে শাহরুখ খানের মালিকানাধীন দলটি।

অন্যদিকে, আইপিএলে বিগতে ১৬ বছরে একবারই ট্রফি জিতেছে সানরাইজার্স হায়দরাবাদ। ২০১৬ সালে এই দলটির চ্যাম্পিয়ন হওয়ার পেছনে বড় অবদান রেখেছিলেন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে সেই বছর ১৬ ম্যাচ খেলে ১৭ উইকেট পেয়েছিলেন টাইগার পেসার। এবার অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক প্যাট কামিন্সের হাত ধরে শিরোপার দেখা পেতে চায় হায়দরাবাদের সমর্থকরা। 

ফাইনালে কলকাতার বিপক্ষে নামার আগে কামিন্স জানালেন, ‘আমরা যেভাবে খেলেছি, সেটা সবাই দেখতে পেয়েছেন। শুরু থেকেই আমাদের লক্ষ্য ছিল ফাইনাল খেলা, সেটাই করতে পেরেছি আমরা।’ 

মজার বিষয় হলো ভারতের বিশ্বকাপ দলে সুযোগ পাওয়া কোনো ক্রিকেটার নেই আজকের ফাইনালে। এই টুর্নামেন্টের ইতিহাসে আগে কখনও এমনটা হয়নি। এর আগে আইপিএলের পর পাঁচবার সংক্ষিপ্ত সংস্করণের বিশ্বকাপ হয়েছে। তবে প্রতিটি টুর্নামেন্টে ভারতের বিশ্বকাপ দলে সুযোগ পাওয়া ক্রিকেটার ছিলেন।

পুরো আসরেই এবার আগ্রাসী ক্রিকেট খেলেছে সানরাইজার্স। ট্রাভিস হেড ও অভিষেক শর্মা ওপেন করতে নেমে আগ্রাসী ক্রিকেট খেলেছেন। ফাইনালেও এই আগ্রাসন থামাবেন না বলে জানিয়েছেন দলটির সহকারী কোচ সাইমন হেলমট। তিনি বলেন, ‘আমরা নিজেদের পরিকল্পনা অনুযায়ী খেলব। পুরো মৌসুমে আমরা যেভাবে খেলেছি, সেভাবেই খেলব। এভাবে খেলেছি বলেই তো ফাইনালে পৌঁছেছি। তাই ফাইনালে কোনো পরিবর্তন হবে না।’ 

অধিনায়ক প্যাট কামিন্সকে সৌভাগ্যের প্রতীকও মনে করছেন অনেকে। অ্যাশেজ জয় দিয়ে অধিনায়কত্ব শুরু হয়েছিল তাঁর। এর পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ, ওয়ানডে বিশ্বকাপ জিতেছেন। গতকাল ট্রফি নিয়ে যে ফটোশুট হয়েছে, সেখানেও বাঁদিকে দাঁড়িয়েছেন কামিন্স। নেটিজেনরা বলছেন, আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ও বিশ্বকাপের ফাইনালের আগে যে অধিনায়ক ডানদিকে বসেছিলেন, তিনি হেরেছিলেন। আজ শ্রেয়াস আয়ার যদি পারেন সেই মিথটা ভাঙতে।

এবার নাইটদের ভরসা জুগিয়েছেন সুনীল নারিন। ব্যাটে-বলে সেরা ফর্মে আছেন তিনি। অন্যদিকে ১৮ উইকেট নিয়ে পার্পল ক্যাপের দৌড়ে আছেন বরুণ চক্রবর্তী। ফাইনালের আগে এই দুই নাইট তারকাকেই সেরা অস্ত্র ধরছেন অধিনায়ক শ্রেয়াস আয়ার। তিনি বলেন, ‘ফাইনালে ওদের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। দুইজনই উইকেট কীভাবে তুলতে হয়, সেটা ভালো মতোই জানে। মাঝের দিকে বিপক্ষের রানরেটের দিকে নজর রাখলেই ওদের প্রভাব পরিষ্কার হয়ে যাবে। আমার দৃঢ় বিশ্বাস, তারা যদি সেরাটা দিতে পারে, তাহলে সাফল্য আসতে বাধ্য।’

আরও পড়ুন

×