ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

লম্বা চুক্তিতে চেলসির কোচ মারেস্কা 

লম্বা চুক্তিতে চেলসির কোচ মারেস্কা 

চেলসির নতুন কোচ মারেস্কা। ছবি: ফাইল

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৮ মে ২০২৪ | ১৮:৪৫

বছর বছর কোচ বদল করা চেলসির স্বভাব হয়ে দাঁড়িয়েছে। দারুণ কাজ করার পরও এক মৌসুম পর ব্লুজ শিবিরে ছাড়তে হয়েছে মাউরিসিও পচেত্তিনোর। তার আগে গ্রাহাম পটার মৌসুম পূর্ণ করতে পারেননি। ফ্রাঙ্ক ল্যাম্পার্ড, অ্যান্তোনিও কন্তেরাও স্থায়ী হতে পারেননি। 

ওই চেলসি এবার পাঁচ বছরের চুক্তিতে এনজো মারেস্কাকে নতুন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে। ক্লাবের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি এখনও। তবে ফুটবলের দলবদল বিশেষজ্ঞ সাংবাদিক ফ্যাবরিজিও রোমানো জানিয়েছেন, মারেস্কাকে নিয়োগ দেওয়ার ব্যাপারে চেলসি সমঝোতায় পৌঁছেছে।

তার সঙ্গে ২০২৯ সালের জুন পর্যন্ত চুক্তি করেছে চেলসি। সঙ্গে ২০৩০ সাল পর্যন্ত অর্থাৎ এক মৌসুম চুক্তি নবায়নের শর্তও থাকছে। মারেস্কা লেস্টার সিটির কোচ ছিলেন। চ্যাম্পিয়নশিপ থেকে লেস্টারকে শীর্ষ লিগে ফিরিয়েছেন তিনি। লেস্টারের সঙ্গে মারেস্কা চুক্তিবদ্ধ থাকায় ক্ষতিপূরণ হিসেবে ১০ মিলিয়ন ইউরো খরচ করতে হচ্ছে চেলসির। 

ফুটবল ক্যারিয়ারে মারেস্কা মিডফিল্ডার ছিলেন। ইতালির বয়সভিত্তিক দলে খেললেও জাতীয় দলে খেলা হয়নি তার। জুভেন্টাস, ফিওরেন্টিনা, সেভিয়ার হয়ে ফুটবল খেলেছেন তিনি। ৪৪ বছর বয়সী কোচ ২০২০ সালে ম্যানসিটির একাডেমির হয়ে কোচিং শুরু করেন। ইতালির ক্লাব পার্মার দায়িত্বে ছিলেন কিছুদিন। ম্যানসিটিতে কাজ করেছেন পেপ গার্দিওলার সহকারী হিসেবে। এরপর লেস্টার সিটিতে কাটিয়েছেন এক মৌসুম। 

আরও পড়ুন

×