ঢাকা বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫

ফ্লিককে কোচ ঘোষণা বার্সার 

ফ্লিককে কোচ ঘোষণা বার্সার 

বার্সার নতুন কোচ ফ্লিক। ছবি: বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৯ মে ২০২৪ | ১৮:৩২

জাভিকে বরখাস্ত করেছে বার্সেলোনা। তার জায়গায় বায়ার্ন মিউনিখ ও জার্মানির সাবেক কোচ হানসি ফ্লিক বার্সার কোচ হয়েছেন; তার কোচ হওয়ার খবর আগেই দিয়েছে সংবাদ মাধ্যম। এবার বার্সার পক্ষ থেকে এলো আনুষ্ঠানিক ঘোষণা। 

দুই বছরের জন্য হানসি ফ্লিককে দায়িত্ব দিয়েছে বার্সেলোনা। ক্লাবের পক্ষ থেকে একটি বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তিনি ২০২৬ সালের জুন পর্যন্ত কাতালান ক্লাবটির কোচ থাকতে সম্মত হয়েছেন। 

ফ্লিক এর আগে জার্মানির বিশ্বকাপ জয়ী কোচ জোয়াকিম লোর সহকারী হিসেবে জাতীয় দলে লম্বা সময় কাজ করেছেন। এরপর বায়ার্ন মিউনিখের দায়িত্ব নিয়ে প্রথম মৌসুমেই ট্রেবল জেতেনে তিনি। যদিও সাফল্য পাননি জাতীয় দলে। 

ফ্লিক এর আগে নিজ দেশে কোচিং করিয়েছেন। বার্সার ফেসবুক পেজে তাকে নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করে লেখা হয়েছে, ‘বিদেশে তোমাকে স্বাগত।’ এছাড়া তাকে ২০২৬ সাল পর্যন্ত দায়িত্ব দেওয়ার বিষয়টিও ফেসবুকে জানানো হয়েছে। 

ফ্লিক হাই প্রেসিং ফুটবলের জন্য বিখ্যাত। ক্রমাগত আক্রমণ তার অন্যতম কৌশল। বায়ার্নে তার অধীনে খেলেছেন রবার্ট লেভানডভস্কি। ফ্লিকের বার্সার ডাগ আউটে আসার ক্ষেত্রে লেভারও নাকি অবদান আছে।

আরও পড়ুন

×