ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

এমবাপ্পের বেতন-বোনাস আটকে দিয়েছে পিএসজি

এমবাপ্পের বেতন-বোনাস আটকে দিয়েছে পিএসজি

ছবি: ফাইল

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩১ মে ২০২৪ | ১৩:৫৫ | আপডেট: ৩১ মে ২০২৪ | ১৯:০১

২৫ মে ‘কোপা দ্য ফ্রান্স’ এর ফাইনাল জিতে মৌসুম শেষ করেছে পিএসজি। লিঁওর বিপক্ষে ২-১ গোলে জিতে চ্যাম্পিয়ন হওয়ার পর সতীর্থরা কিলিয়ান এমবাপ্পেকে শূন্যে ছুড়ে বিদায়ী উদযাপনও করেন। সতীর্থরা হাসিমুখে বিদায় দিলেও পিএসজি কর্তৃপক্ষ নাকি ভীষণ নাখোশ এমবাপ্পের ওপর। তাঁকে এপ্রিল মাসের বেতন দেওয়া হয়নি। 

সে সঙ্গে তাঁর মোটা অঙ্কের আনুগত্য বোনাসও আটকে রেখেছে। বেতন ও বোনাস মিলিয়ে পিএসজির কাছে নাকি ৮০ মিলিয়ন ইউরো পাওনা জমেছে এমবাপ্পের। তাঁর সঙ্গে পিএসজির চুক্তির মেয়াদ ৩০ জুন পর্যন্ত।

ফরাসি দৈনিক ‘লাকিপ’ জানিয়েছে, এমবাপ্পে পিএসজি ছাড়ার সিদ্ধান্তে ভীষণ নাখোশ ক্লাবের মালিক নাসের আল খেলাইফি। যে কারণে ক্লাব তাঁর বেতন-বোনাস আটকে দিয়েছে। এর পেছনে নাকি তারা যুক্তি দেখাচ্ছে, এমবাপ্পে কথা দিয়েছিলেন যে ফ্রি ট্রান্সফারে তিনি ক্লাব ছাড়বেন না।

বিশ্বকাপজয়ী তারকা নাকি সে কথা রাখেননি। তাই তারা আনুগত্য বোনাস দেবে না, যা বছরের শুরুতে দেওয়ার কথা ছিল। এমবাপ্পে শিবির থেকে জানানো হয়েছে, তাঁর আইনজীবী ক্লাবের সঙ্গে বসে সব সমাধা করবেন। কিন্তু বিষয়টি এত সহজে মিটবে না বলে ইঙ্গিত মিলেছে।

আরও পড়ুন

×