ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

আলভারেজে নজর রাখছে পিএসজি-অ্যাথলেটিকো 

আলভারেজে নজর রাখছে পিএসজি-অ্যাথলেটিকো 

হুলিয়ান আলভারেজ। ছবি: ফাইল

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৬ জুন ২০২৪ | ১৩:০৫

দুই মৌসুম ম্যানচেস্টার সিটিতে কাটালেন আর্জেন্টাইন স্ট্রাইকার হুলিয়ান আলভারেজ। দুই বছরই বদলি স্ট্রাইকার হিসেবে খেলানো হয়েছে তাকে। তাতেই প্রতিভার অসাধারণ প্রমাণ দিয়েছেন বিশ্বকাপ জয়ী এই ফুটবলার। প্রথম মৌসুমে সিটিজেনদের জার্সিতে ১৭ গোল করেন তিনি। সদ্য সমাপ্ত মৌসুমে করেছেন ১৯ গোল। 

আলভারেজের বয়স হয়ে গেছে ২৪ বছর। এখন তাই নিয়মিত খেলার চিন্তা করতে হবে তাকে। ম্যানসিটিতে ওই সুযোগ না পাওয়ায় ক্লাব ছাড়তে পারেন আর্জেন্টাইন তরুণ। বিয়ষটি মাথায় রেখে এরই মধ্যে তার বিষয়ে খোঁজ-খবর নেওয়া শুরু করেছে অ্যাথলেটিকো মাদ্রিদ, পিএসজি ও প্রিমিয়ার লিগের কিছু ক্লাব। 

দুই ক্লাবের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোন প্রস্তাব ম্যানসিটিকে দেওয়া হয়নি। তবে সংবাদ মাধ্যম গোল দাবি করেছে, অ্যাথলেটিকো মাদ্রিদের পক্ষ থেকে ক্লাবটির আর্জেন্টাইন ফুটবলার ডি পল, নাহুয়েল মলিনা ও অ্যাঞ্জেল কোরেইরাকে খোঁজ-খবর নেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে। 

ফুটবলের দলবদল বিশেষজ্ঞ সাংবাদিক ফ্যাবরিজিও রোমানো জানিয়েছেন, শুধু অ্যাথলেটিকো ও পিএসজি নয় আলভারেজের বিষয়ে খোঁজ-খবর নিচ্ছে প্রিমিয়ার লিগের কিছু ক্লাবও। তবে ম্যানসিটির কাছে আনুষ্ঠানিক প্রস্তাব যায়নি এখনও। সিটিজেনরা অবশ্য তাকে বিক্রি করতে চায় না। তবে আলভারেজ ক্লাব ছাড়তে চাইলে ভালো প্রস্তাবে সাড়া দিতে পারে ম্যানসিটি বোর্ড।

আরও পড়ুন

×