ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

বাংলাদেশ-শ্রীলঙ্কা

একাদশে ডান বাঁমের কৌশল!

একাদশে ডান বাঁমের কৌশল!

ছবি- সংগৃহীত

সেকান্দার আলী, ডালাস থেকে

প্রকাশ: ০৭ জুন ২০২৪ | ২১:২৭

বাংলাদেশ ব্যাটিং লাইনআপ সাজাতে খুব সহজ একটা সমীকরণ মেনে চলে। বাঁহাতির সঙ্গে ডান হাতি ব্যাটার নিয়ে জুটি সাজায়। ওপেনিংয়ে বিষয়টি বেশি কাজ করে। বিশ্ব ক্রিকেটের পুরনো কৌশল হলেও বাংলাদেশ কেন যেন নিয়মটা মেনে চলে। এই ডান-বাঁ হাতি ব্যাটার নিয়ে জুটি গড়ার কারণ হলো বোলারকে বলে বলে মন বদলাতে হয়।

আগামীকাল সকালের ম্যাচেও ডান-বাঁমের হিসেব মেলাতে পারে। সেক্ষেত্রে তানজিদ হাসান তামিমের সঙ্গে লিটন কুমার দাসকে ওপেনিংয়ে রাখতে পারেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে। তিন নম্বর পজিশনে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত খেলবেন। 

ডান বামের হিসেবে না মেলালে সৌম্য সরকার ওপেন করতে পারেন। চার নম্বর জায়গাটি তাওহিদ হৃদয়ের। অনেক দিন ধরেই এ পজিশনে ব্যাট করছেন তিনি। সাকিব আল হাসান পাঁচে, মাহমুদউল্লাহ ছয়ে। সাত নম্বরে জাকের আলি অনিকের সম্ভাবনা কম মনে করা হচ্ছে। কারণ লিটনকে খেলানোর পক্ষে টিম ম্যানেজমেন্ট। 

বাকি চারজন বোলার। স্পিন বিভাগে শেখ মেহেদী ও লেগ স্পিনার রিশাদ হোসেন খেলবেন। কন্ডিশনের কারণে দুজন পেসার নিয়ে খেলতে পারে। তাসকিন আহমেদের সঙ্গে মুস্তাফিজুর রহমান খেলবেন। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরীর মত অনুযায়ী তাসকিন খেলার জন্য ফিট।

ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামের লঙ্কানদের হারিয়ে আসর শুরু করতে মরিয়া টাইগাররা। ম্যাচটি শুরু হবে শনিবার (৮ জুন) বাংলাদেশ সময় সকাল ৬টা ৩০ মিনিটে। বাংলাদেশের জন্য প্রথম ম্যাচ হলেও শান্তদের জন্য এই ম্যাচটি অনেক গুরুত্বপূর্ণ। কারণ সুপার এইট রাউন্ডে খেলতে হলে তাদের সামনে জয়ের বিকল্প নেই।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ।

আরও পড়ুন

×