এক পরিবর্তন এনে যেমন একাদশ ভারত-পাকিস্তানের

ইমাম ওয়াসিম ও বিরাট কোহলি। ছবি: ফাইল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৯ জুন ২০২৪ | ১৫:৫৮
আয়ারল্যান্ডের বিপক্ষে সহজ জয়ে আত্মবিশ্বাসী ভারত। অন্য দিকে যুক্তরাষ্ট্রের বিপক্ষে হেরে ব্যাকফুটে পাকিস্তান। মহারণে ভারতের বিপক্ষে হারলে বিদায়ের পথে পা বাড়াবে গত আসরের রানার্স আপরা। অন্যদিকে পাকিস্তানের বিপক্ষে জিতলে শেষ আটে এক পা দিয়ে রাখবে ভারত।
গুরুত্বপূর্ণ এই ম্যাচে একটি করে পরিবর্তন আনতে পারে ভারত ও পাকিস্তান। যুক্তরাষ্ট্রের বিপক্ষে পরাজিত হওয়া ম্যাচে পাকিস্তানের একাদশে ছিলেন আজম খান। গোল্ডেন ডাক মারেন তিনি। তার জায়গায় আজকের ম্যাচে একাদশে ঢুকতে পারেন ইমাদ ওয়াসিম। ইনজুরি থেকে ফিট হয়ে ফিরেছেন এই অলরাউন্ডার।
ভারতের অলরাউন্ডার ভরপুর গত ম্যাচে বোলার ছিলেন সাতজন। বুমরাহ-অর্শদ্বীপ-সিরাজের সঙ্গে পেস অলরাউন্ডার ছিলেন হার্ডিক পান্ডিয়া ও শিভাম দুবে। স্পিনে ছিলেন দুই বাঁ-হাতি অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা ও অক্ষর প্যাটেল। পাকিস্তানের বিপক্ষে অক্ষরকে বাদ দিয়ে বাঁ-হাতি লেগ স্পিনার কুলদীপকে খেলাতে পারে ভারত।
টি-২০ বিশ্বকাপে এর আগে দুই দল সাত ম্যাচ খেলেছে। ভারত জয় পেয়েছে ছয় ম্যাচে। ওই হিসেবে রোহিত শর্মার দল এগিয়ে থাকলেও ম্যাচ যেহেতু যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে যেকোন দিকে ঝুঁকে যেতে পারে ম্যাচ। তবে আইসিসি স্পোর্টিং উইকেট দেওয়ার চেষ্টা করছে।
ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা, বিরাট কোহলি, ঋষভ পান্ত, সূর্যকুমার যাদব, শিভাম দুবে, হার্ডিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ, অর্শদ্বীপ সিং, অক্ষর প্যাটেল।
পাকিস্তানের সম্ভাব্য একাদশ: বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, উসমান খান, ফখর জামান, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, শাদাব খান, শাহিন আফ্রিদি, নাসিম শাহ, মোহাম্মদ আমির, হ্যারিস রউফ।