ফ্রেঞ্চ ওপেনের নতুন রাজা আলকারাজ

ছবি- এএফপি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১০ জুন ২০২৪ | ১১:২০
একসময় পিছিয়ে ছিলেন ২-১ সেটে। এর পরই প্রত্যাবর্তনের গল্প লেখেন কার্লোস আলকারাজ। পরের দুই সেট শুধু জেতেননি, প্রথমবারের মতো ফ্রেঞ্চ ওপেন জয়ের উচ্ছ্বাসে মাতেন এ স্প্যানিয়ার্ড।
রোববার প্যারিসের রোলাঁ গারোয় পুরুষ এককের ফাইনালে জার্মানির আলেকজান্ডার জেভেরেভকে ৬-৩, ২-৬, ৫-৭, ৬-১, ৬-২ গেমে হারিয়েছেন তিনি। টেনিসের প্রথম তরুণ খেলোয়াড় হিসেবে গ্র্যান্ডস্লামের তিনটি ট্রফি জিতেছেন ২১ বছর বয়সী আলকারাজ। এর আগে উইম্বলডন ও ইউএস ওপেন জিতেছেন আলকারাজ। এখন বাকি রয়েছে কেবল অস্ট্রেলিয়ার ওপেন। আগামীতে সেটিও নিশ্চয় ছুঁয়ে দেখবেন ২১ বছর বয়সী এই তরুণ।
এমন প্রত্যাবর্তনের পর দারুণ জয়ে উচ্ছ্বাসিত আলকারাজ বলেন, ‘এই টুর্নামেন্ট নিয়ে আমার একটি বিশেষ অনুভূতির কথা জানাতে চাই। আমার মনে আছে, স্কুল ছুটি হতেই আমি দৌড়ে বাড়িতে ফিরতাম এবং টিভি চালু করেই ফ্রেঞ্চ ওপেনের ম্যাচ দেখতে বসে যেতাম। আর আজ আমি আপনাদের সবার সামনে এই ট্রফি উঁচিয়ে ধরতে যাচ্ছি। যেসব স্প্যানিশ খেলোয়াড় এই টুর্নামেন্ট জিতেছেন, সেই তালিকায় আমি নিজের নাম দেখতে চেয়েছিলাম। শুধু রাফাই (রাফায়েল নাদাল) নন, (হুয়ান কার্লোস) ফেরেরো, (কার্লোস) মোয়া, (আলবার্ত) কস্টাসহ আমাদের ক্রীড়াঙ্গনের আরও যেসব কিংবদন্তি আছেন, নিজেকে তাদের পাশে দেখতে চেয়েছিলাম।’
- বিষয় :
- ফ্রেঞ্চ ওপেন
- কার্লোস আলকারাজ