সাকিবের ফিফটিতে বাংলাদেশের লড়াকু পুঁজি

ছবি- সংগৃহীত
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৩ জুন ২০২৪ | ২০:১৫ | আপডেট: ১৩ জুন ২০২৪ | ২২:৩৭
সুপার এইটের দৌড়ে এগিয়ে থাকতে হলে আজকের ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের। গুরুত্বপূর্ণ এই ম্যাচে সাকিব আল হাসানের ফিফটিতে ৫ উইকেটে নেদারল্যান্ডসের সামনে ১৫৯ রানের লড়াকু পুঁজি দাঁড় করিয়েছে বাংলাদেশ। অর্থাৎ জিততে হলে নেদারল্যান্ডসকে করতে হবে ১৬০ রান।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৬৪ রান করেছেন সাকিব আল হাসান। ৪৬ বলে ৯ চারে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন তিনি। শেষ ওভারে স্কোরবোর্ডে ১২ রান যোগ করতে দুটি চার মারেন বাঁহাতি ব্যাটার। তার আগে পাওয়ার প্লের শেষ ওভারে ১৯ রান তোলেন চারটি চার মেরে।
শেষ দুই ওভারে বাংলাদেশ করেছে ২৬ রান। শেষের আগের ওভারে তিন চার মারেন জাকের আলী। ৭ বলে ১৪ রানে অপরাজিত ছিলেন তিনি। নেদারল্যান্ডসের পক্ষে আরিয়ান দত্ত ও পল ফন মিকেরেন দুটি করে উইকেট নেন।
সাকিবের ফিফটির পর মাহমুদউল্লাহর বিদায়
মিকেরেনের বলে সিঙ্গেল নিয়ে ক্যারিয়ারের ১৩তম ফিফটি হাঁকালেন সাকিব আল হাসান। ফিফটি ছুঁতে সাকিবের লেগেছে ৩৮ বল। সাকিবের ফিফটি করতেই মাহমুদউল্লাহকে হারাল বাংলাদেশ। মিকেরেনের বলে ছক্কা হাঁকাতে গিয়ে বাউন্ডারি সীমানায় এঙ্গেলব্রেখটের তালুবন্দি হন তিনি। ২১ বলে ২৫ রান মাহমুদউল্লাহর। ১৮ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৩৩ রানে ব্যাট করছে বাংলাদেশ। ক্রিজে সাকিবের সঙ্গী জাকের আলী।
ডাচদের বিপক্ষে টিকতে পারলেন না হৃদয়
চলমান বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে থাকা হৃদয় ডাচ পরীক্ষায় পুরোপুরি ব্যর্থ। ডাচ স্পিনার প্রিঙ্গলের ঘূর্ণিতে বোল্ড হওয়ার আগে ১৫ বলে ৯ রান করে ফিরেন হৃদয়। তার বিদায়ে ক্রিজে সাকিবের সঙ্গী মাহমুদউল্লাহ। ১৩ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ৯৫ রানে ব্যাট করছে বাংলাদেশ।
ভালো শুরুর পর ফিরলেন তানজিদ
তানজিদ-সাকিবের আগ্রাসী ব্যাটে পাওয়ারপ্লেতে ৫৪ রান তোলে বাংলাদেশ। তবে ভালো শুরুর পরও থামতে হল তানজিদকে। মিকেরেনের শর্ট বলে পুল খেলতে গিয়ে বাস ডি লিডির হাতে ধরা পড়েছেন বাংলাদেশি ওপেনার। ২৬ বলে ৩৫ রানে থেমেছেন তানজিদ, ৩২ বলে ৪৮ রানে থেমেছে সাকিবের সঙ্গে জুটি। ৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ৭৩ রানে ব্যাট করছে বাংলাদেশ। ক্রিজে আছেন হৃদয় ও সাকিব।
এঙ্গেলব্রেখটের দুর্দান্ত ক্যাচে লিটনের বিদায়
তানজিদের দেখাদেখি আগ্রাসী খেলতে চেয়েছিলেন লিটন দাস। কিন্তু এঙ্গেলব্রেখটের দুর্দান্ত ক্যাচে অল্পতেই থামতে হয়েছে লিটনকে। ২৩ রানে দ্বিতীয় উইকেট হারাল বাংলাদেশ। ২ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ৫ রানে ব্যাট করছে বাংলাদেশ। ক্রিজে আছেন তানজিদ ও সাকিব।
অহেতুক রিভার্স সুইপে সাজঘরে শান্ত
দ্বিতীয় ওভারেই শান্তকে হারাল বাংলাদেশ। ডাচ স্পিনার আরিয়ান দত্তকে রিভার্স সুইপ করতে গিয়ে স্লিপে ধরা পড়েছেন নাজমুল শান্ত। ৩ রানে প্রথম উইকেট হারিয়েছে বাংলাদেশ। শান্তর বিদায়ে ওপেনিং জুটি টিকল মাত্র ৮ বল। ২ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ৫ রানে ব্যাট করছে বাংলাদেশ। ক্রিজে আছেন তানজিদ ও লিটন।
অপরিবর্তিত একাদশ নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ
দক্ষিণ আফ্রিকার কাছে ৪ রানে হারা ম্যাচের একাদশ থেকে কোনো পরিবর্তন আনেনি বাংলাদেশ। অন্যদিকে নেদারল্যান্ডস গত ম্যাচের একাদশ থেকে এক পরিবর্তন নিয়ে আজ একাদশ সাজিয়েছে। তেজা নিদামারুর একাদশে জায়গা হারিয়েছেন। তার পরিবর্তে খেলবেন স্পিনার আরিয়ান দত্ত।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, লিটন দাস, নাজমুল হোসেন (অধিনায়ক), তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, জাকের আলী, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও তানজিম হাসান।
নেদারল্যান্ডস একাদশ: মাইকেল লেভিট, ম্যাক্স ও’ডাউড, বিক্রমজিত সিং, সিব্রান্ড এঙ্গেলব্রেখট, বাস ডি লিডি, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক ও উইকেটকিপার), আরিয়ান দত্ত, লোগান ফন বিক, টিম প্রিঙ্গল, পল ফন মিকেরেন ও ভিভিয়ান কিংমা।
টস হারল শান্ত, আগে ব্যাটিংয়ে বাংলাদেশ
টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ। টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন নেদারল্যান্ডসের অধিনায়ক স্কট এডওয়ার্ডস।
সেন্ট ভিনসেন্টে গুড়ি গুড়ি বৃষ্টি, টস হতে বিলম্ব
গ্রুপপর্বে যুক্তরাষ্ট্রের অংশ চুকিয়ে, ক্যারিবিয়াতে টাইগাররা। আজ আন্ডারডগ নেদারল্যান্ডসের মুখোমুখি বাংলাদেশ। সুপার এইটের দৌড়ে এগিয়ে থাকতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের। তবে বৃহস্পতিবার নির্ধারিত সময়ে টস শুরু হয়নি, গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে পিচ ঢেকে রাখা হয়েছে কাভার দিয়ে। নৈসর্গিক আর্নোস ভ্যালি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। আধঘণ্টা দেরিতে বাংলাদেশ সময় ৮টা ৩০ মিনিটে হবে টস, খেলা শুরু হবে ১৫ মিনিট দেরিতে, ৮টা ৪৫ মিনিটে।
বছর দশেক আগে শেষবার ২০১৪ সালের সেপ্টেম্বরে গেইলদের বিপক্ষে এই মাঠেই টেস্ট খেলেছিল বাংলাদেশ। মজার ব্যাপার হলো, সেটিই ছিল মাঠটিতে সর্বশেষ অনুষ্ঠিত কোনো আন্তর্জাতিক ম্যাচ। এমনকি ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের ম্যাচগুলোও এখানে হয়নি গতবার। তাই বিশ্বক্রিকেটের কাছেই অনেকটা ধাঁধার মতো হয়ে আছে সেন্ট ভিনসেন্টের কিংসটাউনের এই স্টেডিয়ামটি।
এখানকার পিচ আর যাই হোক যুক্তরাষ্ট্রের মতো যে হবে না, সেটা অবশ্য অনুমান করা যায়। এবারের বিশ্বকাপের যে ম্যাচগুলো ক্যারিবীয় দ্বীপে হয়েছে, সেগুলোতে অন্তত দেড়শ, এমনকি ২শ রানও উঠেছে। অস্ট্রেলিয়ায় যেমন বার্বাডোজে নিজেদের মতো করে ব্যাটিং করে ইংল্যান্ডের বিপক্ষে ২০১ রান তুলেছিল। গ্রানাডাতে উইন্ডিজ দল উগান্ডার বিপক্ষে ১৭৩ রান তুলে নেয়। সেন্ট ভিনসেন্টেও তেমনই পিচ আশা করছেন আয়োজকরা।
সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে একই প্রতিপক্ষের বিপক্ষে হেরেছিল টাইগাররা। আর ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে ৯ রানে জিতেছিল বাংলাদেশ। ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপেও বাংলাদেশ জিতেছিল ৮ রানের ব্যবধানে। সব মিলিয়ে সীমিত ওভারের ক্রিকেটে ৭ বারের দেখায় ৪-৩ ব্যবধানে এগিয়ে আছে টাইগাররা। আর টি-টোয়েন্টিতে ৪ ম্যাচ খেলে তিনটিতেই জিতেছে বাংলাদেশ।