৩৬ রানের ওভার, পুরান ঝড়ে তছনছ আফগানরা

৯৮ রানের ঝড়ো ইনিংস খেলেন পুরান। ছবি: এএফপি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৮ জুন ২০২৪ | ১৪:০৬ | আপডেট: ১৮ জুন ২০২৪ | ২০:৫৬
নিউজিল্যান্ডকে ধসিয়ে বিশ্বকাপ শুরু করে আফগানিস্তান। উগান্ডা, পাপুয়া নিউগিনিকে পাত্তা দেয়নি তারা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচটা জমবে; এমন আশা করা হলেও আফগানদের উড়িয়ে দিয়েছে ক্যারিবীয়ানরা। নিকোলাস পুরান বিধ্বংসী ব্যাটিং করেছেন। এমনকি আফগানদের এক ওভার থেকে ৩৬ রানও নিয়েছেন। বড় সংগ্রহ তুলে স্বাগতিকরা জিতেছে ১০৪ রানে।
সেন্ট লুসিয়ায় টস হেরে ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। শুরুতে ওপেনার ব্রেন্ডন কিং ফিরলেও জনসন চার্লস ও তিনে নামা পুরান ঝড় শুরু করেন। ৮ ওভারে ১০২ রান তুলে দ্বিতীয় উইকেট হারায় ক্যারিবীয়রা। দুই টি-২০ বিশ্বকাপ জয়ী চার্লস ২৭ বলে আট চারের শটে ৪৩ করে আউট হন।
পরের গল্পটা পুরানের। তার সঙ্গে ছিল শেই হোপ ও অধিনায়ক রোভম্যান পাওয়েলের ছোট ছোট ঝড়। পুরান ৫৩ বলে ৯৮ রানের ইনিংস খেলেন। তার ব্যাট থেকে আটটি চার ও ছয়টি চারের শট আসে। তিনি সেঞ্চুরির আগে রান আউট হন। শেই হোপ ১৭ বলে ২৫ ও পাওয়েল ১৫ বলে ২৬ রানের ইনিংস খেলেন। ওয়েস্ট ইন্ডিজ ৫ উইকেটে ২১৮ রান তোলে।
এর মধ্যে ইনিংসের চতুর্থ ওভারে আজমতুল্লাহ ওমরজাই-এর ওভার থেকে ৩৬ রান তুলে নেন পুরান। এর মধ্যে তিন ছক্কা ও দুই চারে ২৬ রান নেন পুরান। বাকি দশ রান অতিরিক্ত থেকে আসে। লেগ বাই হয়ে চার এবং ওয়াইড থেকে চার রান পায় ওয়েস্ট ইন্ডিজ। একটা নো বলে চার মারেন পুরান।
জবাব দিতে নেমে ১৭তম ওভারে ১১৪ রান তুলে অলআউট হয় আফগানিস্তান। ইব্রাহিম জাদরান ৩৮ ও আজমতুল্লাহ ২৩ রান করেন। ১৪ রান দিয়ে ওয়েস্ট ইন্ডিজের ওবেদ ম্যাকাই ৩ উইকেট নেন। দুটি করে উইকেট নেন আকিল ও গুডাকেশ মতি।
- বিষয় :
- টি-২০ বিশ্বকাপ
- নিকোলাস পুরান