ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

বাবা হলেন অলরাউন্ডার সাইফউদ্দিন

বাবা হলেন অলরাউন্ডার সাইফউদ্দিন

কন্যা সন্তানসহ সাইফউদ্দিন। ছবি: সংগৃহীত

ক্রিড়া প্রতিবেদক

প্রকাশ: ১৮ জুন ২০২৪ | ২২:০৮

বাবা হয়েছেন বাংলাদেশ দলের অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। সোমবার রাতে কন্যা সন্তানের বাবা হন তিনি। 

সোমবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে নবজাতক শিশুকে কোলে নিয়ে একটি ছবি পোস্ট করেছেন সাইফউদ্দিন। দুটি ইমোজি জুড়ে দিয়ে পোস্টের ক্যাপশনে লিখেছেন, ‘আসসালামু আলাইকুম। আজকের পবিত্র ঈদের দিনে ঘর আলোকিত করে আমার রাজকন্যা এসেছে। সবাই দোয়া করবেন।’

২০২৩ সালের মার্চে বিয়ে করেন তিনি সাইফউদ্দিন। পরিবারের পছন্দেই বিয়ের পিঁড়িতে বসেন এ অলরাউন্ডার। তার স্ত্রীর নাম কাজী ফাতেমা তুজ জারা। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন তিনি।

আরও পড়ুন

×