ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

ব্যাটিংয়ে ব্যর্থতার কারণ জানেন না শান্ত

ব্যাটিংয়ে ব্যর্থতার কারণ জানেন না শান্ত

ছবি- আইসিসি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২১ জুন ২০২৪ | ১৭:০২

বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচগুলো যুক্তরাষ্ট্রের ড্রপ ইন পিচে খেলেছিল বাংলাদেশ। তাই সেখানে ব্যাটারদের জন্য রান পাওয়া কঠিন ছিল কিন্তু ওয়েস্ট ইন্ডিজেও কেন ভুগছে বাংলাদেশের ব্যাটাররা। এমন ব্যর্থতার কোনো উত্তর জানা নেই বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কাছে।

ব্যাটারদের ব্যর্থতা নিয়ে শান্ত বলেন, ‘কেন পারছি না, সেটা বলা মুশফিক। আমার কাছে মনে হয়, দলের সবার বড় ইনিংস খেলার সামর্থ্য আছে। অতীতে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় করেও দেখিয়েছে। কিন্তু বিশ্বকাপে কেন হচ্ছে না, এই প্রশ্নের উত্তর আমার কাছেও নেই। সবাইকে তার স্বাভাবিক খেলাটা খেলার স্বাধীনতাও দেওয়া হয়েছে। কিন্তু কোনোভাবেই হচ্ছে না। এখানকার কন্ডিশন একেবারেই আলাদা। আমার মতে, উইকেট খুব খুব ভালো। কিছুটা মন্থর। আমরা আগের চেয়ে ভালো ব্যাটিং করেছি ঠিকই। তবে আমাদের অন্তত ১৭০ রান করা উচিত ছিল। আমাদের এটাই মনে হয়েছে।’

ব্যাটারদের পূর্ণ স্বাধীনতা আছে বলেই জানালেন শান্ত, ‘সবাইকে যার যার স্বাভাবিক খেলার স্বাধীনতাও দেওয়া আছে। কোনো কারণে হচ্ছে না। সবাইকে স্বাধীনতা নিয়ে খেলার কথা বলা হচ্ছে। ম্যাচে গিয়ে যার যার পরিকল্পনা অনুযায়ী খেলার চেষ্টা করছে। তবে এভাবে খেললে অবশ্যই বোলারদের জন্য কঠিন।’

শান্ত অবশ্য কোনো অজুহাত দিতে চান না। পেশাদারত্ব বজায় রেখে দায়টা নিলেন নিজেদের কাঁধেই, ‘খেলোয়াড় হিসেবে আমাদের সব ধরনের উইকেটে মানিয়ে নিতে হবে। আজকের উইকেট তো ভালোই ছিল। আমরা নতুন বলে, বিশেষ করে পাওয়ারপ্লেটা কাজে লাগাতে পারিনি। শেষ ৫-৬ ওভারেও ভালো ফিনিশিং পাইনি। তখন অনেকগুলো উইকেট হারিয়ে ফেলেছি। শেষটা ভালো হলেও হয়তো ১৬০-১৭০ রানের মতো হতে পারত।‘

শুক্রবার অ্যান্টিগায় সুপার এইটের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে বৃষ্টি আইনে ২৮ রানে হেরেছে বাংলাদেশ দল। টস হেরে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে স্কোরবোর্ডে ৮ উইকেটে ১৪০ রান জমা করে টাইগাররা। লক্ষ্য তাড়ায় অজিরা ১১.২ ওভারে ২ উইকেটে ১০০ রান তোলার পর আর খেলা মাঠে গড়ায়নি।

আরও পড়ুন

×