জর্ডানের হ্যাটট্রিক ও বাটলারের ঝড়ে সেমিতে ইংল্যান্ড

ছক্কা মারার পথে বাটলার। ছবি: এএফপি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৩ জুন ২০২৪ | ২৩:১৩
মুহূর্তে যুক্তরাষ্ট্রকে হারিয়ে দিয়েছে ইংল্যান্ড। যে ইংল্যান্ডের সেমিফাইনালে যাওয়া নিয়ে কিছুটা হলেও শঙ্কা ছিল তারাই ৯.৫ ওভারে যুক্তরাষ্ট্রকে ১০ উইকেটে হারিয়ে সবার আগে টি-২০ বিশ্বকাপের শেষ চার নিশ্চিত করেছে।
ক্রিজ জর্ডান ইনিংসের ১৯তম ওভারে হ্যাটট্রিক করেন। পাঁচ বল থেকে চার উইকেট তুলে নিয়ে মার্কিনদের ১১৫ রানে অলআউট করেন। দলটির হয়ে নিতিশ কুমার ৩০ রান করেন। কোরি অ্যান্ডারসন ২৯ ও হারমিত সিং ২১ রান যোগ করেন।
জবাব দিতে নেমে ঝড় শুরু করা ইংল্যান্ডের হয়ে অধিনায়ক জস বাটলার খেলেন ৩৮ বলে ৮৩ রানের বিধ্বংসী ইনিংস। তার ব্যাট থেকে সাতটি ছক্কা ও ছয়টি চারের শট আসে। অন্য ওপেনার ফিল সল্ট ২১ বলে ২৫ রান যোগ করেন।
ইংল্যান্ড সেমিতে চলে যাওয়ায় ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ হয়ে দাঁড়িয়েছে বাঁচা-মরার লড়াই। ওই ম্যাচে যারাই জিতবে চলে যাবে সেমিফাইনালে। ওয়েস্ট ইন্ডিজ জিতলে দক্ষিণ আফ্রিকার সমান দুই জয় হবে তাদের। কিন্তু নেট রান রেটে এগিয়ে থাকায় জিতলে শেষ চারে যাবে তারা।
- বিষয় :
- টি-২০ বিশ্বকাপ
- জস বাটলার