ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

সেমিফাইনালে ভারত, বাংলাদেশের দিকে তাকিয়ে অস্ট্রেলিয়া

সেমিফাইনালে ভারত, বাংলাদেশের দিকে তাকিয়ে অস্ট্রেলিয়া

.

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৫ জুন ২০২৪ | ০৪:০৯ | আপডেট: ২৫ জুন ২০২৪ | ০৪:১২

সেন্ট লুসিয়ায় অস্ট্রেলিয়ার বিপক্ষে ২৪ রানের জয় পেয়েছে ভারত। এতে গ্রুপ ১–এর চ্যাম্পিয়ন দল হিসেবে ভারত সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হওয়া নিশ্চিত করেছে।

সুপার এইটের এই ম্যাচে ভারত ৫ উইকেটে ২০৫ রান তোলে। জবাবে ২০ ওভারে ৭ উইকেটে ১৮১ রানে থামে অস্ট্রেলিয়া।  

গ্রুপ ১ থেকে ৩ ম্যাচের সব কটি জিতে মোট ৬ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে উঠল রোহিত শর্মার দল। অস্ট্রেলিয়া ৩ ম্যাচে ২ হার ও ১ জয়ে ২ পয়েন্ট নিয়ে এই গ্রুপে দ্বিতীয়। তাদের রানরেট –০.৩৩১। ২ ম্যাচে ১ জয়ে ২ পয়েন্ট পাওয়া আফগানিস্তান (–০.৬৫০) তৃতীয়। ২ ম্যাচে জয়হীন বাংলাদেশ (–২.৪৮৯) এই গ্রুপে চতুর্থ।

সেমিফাইনালে খেলার কিঞ্চিত সম্ভাবনা আছে অস্ট্রেলিয়ার। আজ ভোর সাড়ে ৬টায় আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ ক্রিকেট দল। সেই ম্যাচে বাংলাদেশ আগে ব্যাট করে ১৬০ রান করে আফগানদের ৬২ রানে হারাতে পারলে লাভ হবে অস্ট্রেলিয়ার। কারণ বাংলাদেশ, আফগানিস্তানের মতো ২ পয়েন্ট করে নিয়ে রান রেটে এগিয়ে থাকায় সেমিফাইনালে চলে যাবে অস্ট্রেলিয়া।

তবে আজ ভোরে শুরু হতে যাওয়া আফগানিস্তান-বাংলাদেশ ম্যাচে মোহাম্মদ নবি-রশিদ খানরা যদি জয় পায় তাহলে তাদের পয়েন্ট হবে ৪। সেক্ষেত্রে অস্ট্রেলিয়াকে কাদিয়ে সেমিফাইনালে চলে যাবে আফগানিস্তান।

সংক্ষিপ্ত স্কোর
ভারত: ২০ ওভারে ২০৫/৫ (রোহিত ৯২, সূর্যকুমার ৩১, দুবে ২৮, পান্ডিয়া ২৭, পন্ত ১৫; হ্যাজলউড ১/১৪, স্টার্ক ২/৪৫, স্টয়নিস ২/৫৬, জাম্পা ০/৪১)

অস্ট্রেলিয়া: ২০ ওভারে ১৮১/৭ (হেড ৭৬, মার্শ ৩৭, ম্যাক্সওয়েল ২০, ডেভিড ১৫, কামিন্স ১১* ; অর্শদীপ ৩/৩৭, কুলদীপ ২/২৪, অক্ষর ১/২১, বুমরা ১/২৯, জাদেজা ০/১৭)

ফল: ভারত ২৪ রানে জয়ী।

ম্যাচসেরা: রোহিত শর্মা (ভারত)। 

আরও পড়ুন

×