ঢাকা বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫

সেমিতে উঠে লারাকে ধন্যবাদ জানালেন রশিদ খান

সেমিতে উঠে লারাকে ধন্যবাদ জানালেন রশিদ খান

ছবি- সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৫ জুন ২০২৪ | ১৩:০৬

টুর্নামেন্টের শুরুতেই ব্রায়ান লারা ভবিষ্যদ্বাণী করেছিলেন, আফগানিস্তান সেমিফাইনালে যাবে। সেটাই বাড়তি তাগিদ দিয়েছিল আফগানিস্তানকে! সুপার এইটের প্রথম ম্যাচেই ভারতের কাছে হার। অস্ট্রেলিয়াকে হারিয়ে দুর্দান্ত ভাবে ঘুরে দাঁড়ায় আফগানিস্তান। তবে সেটাই যথেষ্ঠ ছিল না। নেট রান রেটে পিছিয়ে থাকায় শেষ ম্যাচে বাংলাদেশকে হারাতেই হত। এই ম্যাচে বৃষ্টি, ডিএলএস, লিটন দাসের অনবদ্য ইনিংস। সব বাধা পেরিয়ে ডিএলএসে ৮ রানে জয়ে সেমিফাইনাল নিশ্চিত করে আফগানিস্তান। ম্যাচ শেষে ব্রায়ান লারাকে বিশেষ ধন্যবাদ আফগানিস্তান অধিনায়ক রশিদ খানের।

রশিদ খান বলেন, ‘কেবলমাত্র ব্রায়ান লারা বিশ্বাস করেছিলেন যে আমরা সেমিতে উঠতে পারব। আমরা তাকে ঠিক প্রমাণ করেছি। আমরা যখন তার সঙ্গে একটা পার্টিতে দেখা করেছি তখন তাকে বলেছিলাম যে আমরা তাকে হতাশ করব না।’

আগের ম্যাচে অস্ট্রেলিয়াকে হারানোর পর রশিদ বলেছিলেন, ‘আমাদের দেশে একটা জিনিসই সাধারণ মানুষের মুখে হাসি ফোটাতে পারে, সেটা হলো আমরা যখন ভালো খেলি, কোনো ম্যাচ জিতি।’ 

আজ বাংলাদেশকে হারিয়ে সেমি নিশ্চিতের পরও সে প্রসঙ্গ টানেন রশিদ, ‘বাড়িতে (আফগানিস্তানে) মানুষ ব্যাপকভাবে উদযাপন করছে। এটা আমাদের জন্য অনেক বড় কৃতিত্ব। আমার পক্ষে ভাষায় প্রকাশ করা সম্ভব না।’

মঙ্গলবার কিংস টাউনে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১১৫ রান তুলেছিল আফগানিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৪৩ রান করেন রহমানউল্লাহ গুরবাজ। ম্যাচের মাঝে বৃষ্টি হানা দিলে ডিএলএসে বাংলাদেশের জন্য লক্ষ্য দাঁড়ায় ১৯ ওভারে ১১৪ রানে। জবাবে খেলতে নেমে ১৭ ওভার ৫ বলে ১০৫ রানে অলআউট হয় বাংলাদেশ।

আরও পড়ুন

×