টস হারকে ভাগ্য মানছেন মার্করাম

ম্যাচ শেষে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক মার্করাম। ছবি: টুইটার
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৭ জুন ২০২৪ | ১০:২২ | আপডেট: ২৭ জুন ২০২৪ | ১১:০৫
টস জিতলে শুরুতে ব্যাটিং করতেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম। তখন উইকেটের কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হতো। ওই চ্যালেঞ্জে পড়তে না হওয়ায় টস হারকে ভাগ্য মানছেন প্রথমবার দক্ষিণ আফ্রিকাকে বিশ্বকাপের ফাইনালে নেওয়া এইডেন মার্করাম।
ম্যাচ শেষে মার্করাম বলেন, ‘ভালো লাগছে, শুধু অধিনায়ক দলকে ফাইনালে নিতে পারেনি, এটা দলীয় প্রচেষ্টার ফল। ভাগ্যবান, যে আমরা টসে হেরেছি, না হলে শুরুতে ব্যাটিং করতাম। আমরা বোলিংয়ে দুর্দান্ত করেছি, ভালো জায়গায় বোলিং করে ম্যাচটা সহজ রাখতে পেরেছি।’
আফগানদের মাত্র ৫৬ রানে অলআউট করেছে দক্ষিণ আফ্রিকা। ৮.৫ ওভারে ওই রান ৯ উইকেট হাতে রেখে তুলে ফেলেছে প্রোটিয়ারা। তবে মার্করাম জানিয়েছেন, রান অল্প হলেও ব্যাট করা কঠিন ছিল।
তিনি বলেন, ‘ব্যাট করা খুবই চ্যালেঞ্জিং ছিল। এটা কেউ অস্বীকার করতে পারবে না। আমরা কিছুটা ভাগ্যের সহায়তা পেয়েছি এবং ভালো একটা জুটি পেয়েছি। আমরা আসরে অল্প ব্যবধানে কিছু ম্যাচ জিতেছি। আমরা এখন এক ধাপ দূরে, এটা একটা সুযোগ যা আগে আসেনি, আমরা ভীত নই।’
- বিষয় :
- টি-২০ বিশ্বকাপ
- এইডেন মার্করাম