ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

ভারতের সামনে আজ ইংলিশ চ্যালেঞ্জ

প্রতিশোধ না পুনরাবৃত্তি

প্রতিশোধ না পুনরাবৃত্তি

ফাইনালে যাওয়ার লড়াইয়ে রাতে নামছে ভারত-ইংল্যান্ড। ছবি: ফাইল

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৭ জুন ২০২৪ | ১৫:৩৫

কাবুল-কান্দাহারের উচ্ছ্বাস থেমে গেছে। আফগানদের হারিয়ে ফাইনালে গেছে দক্ষিণ আফ্রিকা। প্রথমবার ফাইনালের কাঙ্ক্ষিত টিকিট পেয়েছে। এবার ফাইনালের অন্য প্রতিপক্ষের অপেক্ষা। রাতে সেমিফাইনাল ম্যাচে ভারত কি পারবে অ্যাডিলেডের সেই দুঃস্মৃতি ভুলে ইংল্যান্ডকে হারাতে, নাকি বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডই ফের ফাইনালের মঞ্চে পৌঁছাবে– উত্তর জানার যাদের খুব আগ্রহ, তাদের জন্য জমজমাট এক ম্যাচেরই ইঙ্গিত দিচ্ছে গায়না। একদিকে রোহিত, সূর্যকুমার, হার্দিকদের সঙ্গে লড়াই হবে বাটলার, সল্ট, ব্রুকের– কেমন যেন একটা আইপিএল আইপিএল গন্ধ রয়েছে ম্যাচটির মধ্যে। 

দু’দলের অনেকেই আইপিএলের সতীর্থ, শক্তি-দুর্বলতা নিয়ে রাখঢাকের কিছু নেই সেখানে। এই মুহূর্তে ভারত আসরের সব (ছয়টি) ম্যাচ জিতে মুখোমুখি হচ্ছে সেমির চ্যালেঞ্জে। তবে এতেও কিন্তু আতঙ্ক রয়েছে রোহিতদের। গত ওয়ানডে বিশ্বকাপের ফাইনালই যার তাজা উদাহরণ। নকআউট পর্বে এসে কোথায় গিয়ে যেন স্নায়ুক্ষয় হয়ে যায় ভারতের। সে কারণেই ২০০৭ সালে শুরু হওয়া প্রথম টি২০ বিশ্বকাপ জয়ের পর আর কোনো শিরোপা নেই তাদের। 

তাছাড়া ইংল্যান্ডের সঙ্গে গত বিশ্বকাপেই অ্যাডিলেডে ১০ উইকেটে হেরেছিল ভারত এই সেমিতে এসেই। সেই দলের আটজন করে ক্রিকেটার দু’দলেই রয়েছেন। তবে গেল বারের চেয়ে পার্থক্যটা বোধ হয় এবার একজনকে নিয়েই। এবার জাসপ্রিত বুমরাহ খেলছেন এবং দারুণ ফর্মে রয়েছেন তিনি। সেখানে ইংল্যান্ড এই  আসরের শুরুতে স্কটল্যান্ডের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করার পর অস্ট্রেলিয়ার কাছে হেরে গিয়েছিল। অবশ্য তারাই সবার আগে সেমির টিকিট নিশ্চিত করেছে। ভারত-ইংল্যান্ড টি২০ ফরম্যাটে বেশ চেনা প্রতিদ্বন্দ্বী। এ পর্যন্ত ২৩ ম্যাচের ১২টি জিতেছে রোহিতরা, বাকিগুলো বাটলারদের পকেটে। টি২০ বিশ্বকাপ আসরেও দুটি করে জিতেছে দুটি দল। 

তবে ভারতের দুশ্চিন্তার নাম এই মুহূর্তে বিরাট কোহলি। গত পাঁচ ম্যাচের দুটিতেই শূন্য তাঁর। টপঅর্ডারে ঋষভ পন্ত বরং সেই শূন্যতা মিটিয়ে দিচ্ছেন। সূর্যকুমার যাদব আর হার্দিক এসে চার-ছক্কার ধুম তুলে রান এগিয়ে নিয়ে যাচ্ছেন। ইংলিশ ওপেনার বাটলার আর সল্টও রয়েছেন দারুণ ছন্দে। তাদের সঙ্গে বেয়ারস্টো, হ্যারি ব্রুক আর লিভিংস্টোনরা মিলে মজবুত পুঁজি তুলছেন। 

তবে আজকের সেমিতে নাকি কোনো ব্যাটার নন, নিয়ামক হতে পারেন দু’দলের স্পিনাররা। গায়নার পিচ নিয়ে এমন ইঙ্গিত ওয়েস্ট ইন্ডিজের সাবেক স্পিনার স্যামুয়েল বদ্রির। ‘এই মাঠে সর্বশেষ সিপিএলের যে ম্যাচগুলো হয়েছে, তাতে লো স্কোরিং টোটাল হয়েছে এবং ম্যাচে স্পিনাররা টার্ন পেয়েছেন বেশি।’ ওভারপ্রতি স্পিনাররা এখানে ৬.৯৬ আর পেসাররা ৮.৫১ রান দেওয়ার রেকর্ড রয়েছে। এমনটা হলে আজকের ম্যাচে অক্ষর প্যাটেল, কুলদিপ যাদব আর রবিন্দ্র জাদেজা হতে পারেন রোহিতের তরুপের তাস। অন্যদিকে, যশ বাটলারের হাতে তো থাকছেই মঈন আলি, আদিল রশিদ আর লিয়াম লিভিংস্টোন।

আরও পড়ুন

×