ভারতকে হারাতে প্রোটিয়াদের পন্টিংয়ের পরামর্শ

ছবি- আইসিসি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৮ জুন ২০২৪ | ২১:৫৩
টানা ৮ ম্যাচ জিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকা। প্রথমবারের মতো আইসিসির কোনো বৈশ্বিক আসরের ফাইনালে নাম লিখিয়েছে প্রোটিয়ারা। এর আগে সাতবার সেমিফাইনাল খেললেও দাপুটে ক্রিকেটে এবারই প্রথম ফাইনালের উপলক্ষ পেয়েছে এইডেন মার্করামের দল। প্রথম ফাইনাল জেতার জন্য দক্ষিণ আফ্রিকাকে পরামর্শ দিয়ে রাখলেন সাবেক অস্ট্রেলিয়া অধিনায়ক রিকি পন্টিং।
আগামীকাল শনিবার বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের ফাইনালে বার্বাডোজের ব্রিজটাউনের কেনিংসটন ওভালে ভারতের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। ফাইনাল উপলক্ষ্যে আইসিসির আয়োজনে ‘ডিজিটাল ডেইলি শো’-তে দক্ষিণ আফ্রিকাকে প্রথম ফাইনালেই বাজিমাত করার পরামর্শ দিয়ে পন্টিং বলেন, ‘অনেক দল মনে করে এটি অন্য দশটি ম্যাচেই মতোই। তারা ফাইনালের মতো বড় উপলক্ষ্যকে আড়াল করতে চেষ্টা করে। এটা মোটেই ভালো কিছু নয়। বরং খেলাটি উপভোগ করতে হবে।’
ডি ককদের উদ্দেশ্যে পন্টিং বলেন, ‘এই খেলোয়াড়রা আগে কখনও ফাইনাল খেলেনি, সুতরাং আজ রাত উপভোগ করো, কালকের রাতও। কিন্তু নিশ্চিত করো যে একই মানসিকতা নিয়ে খেলবে এবং প্রস্তুতিও হবে একই রকম।’
তিনি আরও বলেন, ‘তারা অপরাজিত থেকে এখানে এসেছে। তাদের পরিবর্তন করার কোনও দরকার নাই। এমনকি যা করেছে তার চেয়ে বেশি কিছু করাও লাগবে না। তাদের শুধু সামনে দাঁড়াতে হবে নিজেদের সেরা সংস্করণ নিয়ে। ফাইনালের দিনে দল হিসেবে সেরাটা দিতে হবে। সেরা সুযোগটা নিতে হবে। যদি তারা সেটা পারে, তাহলে তাদের হারানো কঠিন হবে।’
- বিষয় :
- ফাইনাল
- টি-টোয়েন্টি বিশ্বকাপ
- ভারত
- দক্ষিণ আফ্রিকা