চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে দিল জিম্বাবুয়ে

ছবি-সংগৃহীত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৬ জুলাই ২০২৪ | ২১:৫৯
টি-২০ বিশ্বকাপের চ্যাম্পিয়ন হয়েছে ভারত। বিশ্বকাপ জয়ের স্বাদ না ফুরানো সেই ভারতকেই টি-২০ সিরিজের প্রথম ম্যাচে ১৩ রানে হারিয়ে দিয়েছে জিম্বাবুয়ে। যদিও একদিন আগে শিরোপা নিয়ে দেশে ফেরা হার্ডিক পান্ডিয়াদের কেউ নেই এই দলে।
শনিবার জিম্বাবুয়ের হারারে স্পোর্টস গ্রাউন্ডে টস হেরে ব্যাট করে ১১৫ রান তোলে স্বাগতিক জিম্বাবুয়ে। দলটির হয়ে ওপেনার মেদেভেরে ২১, মিডলে বেনেট ২২ ও লোয়ারে মেয়ার্স ২৩ রান করেন।
জবাবে ভারত ৪ বল থাকতে ১০২ রানে অলআউট হয়। ভারতের হয়ে অধিনায়ক শুভমন গিল ২৯ বলে ৩১ রান করেন, ওয়াশিংটন সুন্দর ৩৪ বলে ২৭ রান যোগ করেন। আবেশ খান ১৬ রানের ইনিংস খেললেও জেতাতে পারেননি দলকে।
জিম্বাবুয়ের হয়ে টেন্ডি ছাতারা ও সেকান্দার রাজা তিনটি করে উইকেট নেন। ভারতের তরুণ লেগস্পিনার রবি বিষ্ণয় ৪ ও সুন্দর ৩ উইকেট নেন।
- বিষয় :
- ভারত
- জিম্বাবুয়ে
- টি-২০ সিরিজ