২০ বছর পর সেমিতে নেদারল্যান্ডস, তুর্কির স্বপ্নভঙ্গ

ছবি- সংগৃহীত
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৭ জুলাই ২০২৪ | ১০:৩৮ | আপডেট: ০৭ জুলাই ২০২৪ | ১১:৫০
সেমিফাইনালে ওঠার স্বপ্ন দেখেছিল তুরস্ক। গোল করে ম্যাচে এগিয়েও গিয়েছিল তারা। কিন্তু সেই স্বপ্ন চূর্ণ হলো মাত্র ৬ মিনিটের ব্যবধানে। বার্লিনে শনিবার রাতে কোয়ার্টার ফাইনালে তুরস্ককে ২-১ গোলে হারিয়ে ২০ বছর পর ইউরোর সেমিফাইনালে উঠেছে নেদারল্যান্ডস। শেষ চারে ইংল্যান্ডের বিপক্ষে খেলবে তারা।
বার্লিনে শুরু থেকেই আক্রমণ পাল্টা আক্রমণে জমে উঠে ম্যাচ। ম্যাচের প্রথম গোল আসে ৩৫ মিনিটে তুরস্কের কাছ থেকে। আর্দা গুলারের দারুণ ক্রস থেকে দুর্দান্ত হেডে গোল করে তুরস্ককে ১-০ ব্যবধানে এগিয়ে দেন সামিত আকায়দিন।
প্রথমার্ধে সংগ্রাম করা নেদারল্যান্ডস বিরতির পর নিজেদের ছন্দ খুঁজে পায়। ম্যাচের ৭০ মিনিটে স্টিভেন ডি ভ্রিজের করা গোলে সমতায় ফেরে ডাচরা। আর তার ৬ মিনিট পরে কোডি গাকপোর চাপে মের্ট মুলদুরের আত্মঘাতী গোলে ডাচরা লিড নেয়। এই লিড ধরে রাখায় ২০ বছর পর ইউরোর সেমিফাইনাল নিশ্চিত করলো ডাচরা। আর ২০০২ সালে বিশ্বকাপে তৃতীয় স্থানে শেষ করা তুরস্কের দ্বিতীয় বার কোনও বড় প্রতিযোগিতার সেমিফাইনালে ওঠা হল না।
- বিষয় :
- নেদারল্যান্ডস
- ইউরো-২০২৪