অবসর ভেঙে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে চান ওয়ার্নার

অজি ওপেনার ডেভিড ওয়ার্নার। ছবি: ফাইল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৯ জুলাই ২০২৪ | ১৯:২৭
ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপ দিয়ে ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলেছেন ডেভিড ওয়ার্নার। তার আগে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল জিতে লাল বলকে বিদায় বলেন তিনি। টি-২০ বিশ্বকাপ দিয়ে সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় বলে দিয়েছেন অজি ওপেনার।
অস্ট্রেলিয়ার হয়ে তিনি দুটি বিশ্বকাপ জিতেছেন, ২০২১ সালে টি-২০ বিশ্বকাপ জিতেছেন। ট্রফি কেবিনেটে আছে টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা। শুধ চ্যাম্পিয়ন্স ট্রফি জেতা হয়নি তার। যে আসরটি আগামী বছর পাকিস্তানে বসবে। সর্বজয়ীর খাতায় নাম লিখতে অবসর ভেঙে ওই চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে চান তিনি।
দলে সুযোগ পেলে পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবেন বলে জানিয়েছেন ওয়ার্নার। অস্ট্রেলিয়া ২০০৯ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে। ওই সময় ওয়ানডে দলে অভিষেক হলেও ওই শিরোপা জয়ী দলে ছিলেন না ওয়ার্নার। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেও তিনি যেহেতু ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলবেন ফিট ও ফর্ম নিয়ে তাই সমস্যা হবার কথা নয়।
ওয়ার্নার বলেন, ‘লম্বা সময় শীর্ষ পর্যায়ে অস্ট্রেলিয়ার হয়ে খেলা অসাধারণ অভিজ্ঞতা। অস্ট্রেলিয়া আমার দল। ক্যারিয়ারের অধিকাংশ সময় জাতীয় দলেই কেটেছে। আমি মনে করি, ক্রিকেট দিয়ে আমি আনন্দ দিতে পেরেছি। টেস্টে আমি দ্রুত রান তুলেছি। যা এই ফরম্যাটে বড় পরিবর্তন এনেছে। আমি আরও কিছুদিন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলবো এবং দলে ডাক পেলে আমি দেশের জার্সিতে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে প্রস্তুত।’
- বিষয় :
- ডেভিড ওয়ার্নার
- চ্যাম্পিয়ন্স ট্রফি