ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

কোচিং প্যানেলে ডেসকটেকে চান গম্ভীর 

কোচিং প্যানেলে ডেসকটেকে চান গম্ভীর 

গৌতম গম্ভীর ও রায়ান টেন ডেসকটে (বাঁয়ে)। ছবি: ফাইল

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১১ জুলাই ২০২৪ | ১৭:২৫

আইপিএলে গৌতম গম্ভীরের অধীনে কলকাতা নাইট রাইডার্সে খেলেছেন রায়ান টেন ডেসকটে। মেন্টর হয়ে কেকেআরে যোগ দেওয়ার পরে নেদারল্যান্ডসের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলা ডেসকটেকে কোচিং প্যানেলে যুক্ত করেন তিনি। এবার একমাত্র বিদেশি কোচ হিসেবে এই ডাচ ও অজি ক্রিকেটারকে কোচিং প্যানেলে যুক্ত করতে চান ভারতের নতুন কোচ গম্ভীর। 

ভারতের সংবাদ মাধ্যম জানিয়েছে, বিসিসিআই-কে গম্ভীর জানিয়েছেন, তাকে কোচিংয়ে সার্বক্ষণিক সহায়তার জন্য ডেসকটের মতো একজন স্টাফ দরকার। ডেসকটে এর আগে কেকেআরের ফিল্ডিং কোচ ছিলেন। কিন্তু বিসিসিআই ফিল্ডিং কোচ হিসেবে রাহুল দ্রাবিড়ের কোচিং স্টাফে থাকা টি দিলিপকে রেখে দিতে চায়। 

সেক্ষেত্রে ডেসকটেকে কোচিং প্যানেলে নিলে তাকে দেওয়া হতে পারে সহকারী কোচের পদ। ওই পদের জন্য আবার অভিষেক নয়্যারকে ভাবছে বিসিসিআই। তিনিও গম্ভীরের কাছের ব্যক্তি। পূর্বে কেকেআরে এক সময় কাজ করেছেন। সেক্ষেত্রে ডেসকটে গম্ভীরের কোচিং প্যানেরে সুযোগ পেলে তাকে কী পদ দেওয়া হবে তা নিয়ে আছে ধোঁয়াশা। 

আইপিএলের সর্বশেষ মৌসুমে শিরোপা জিতে মেন্টর গম্ভীর সহকর্মী ডেসকটেকে প্রশংসায় ভাসান। জানান, ক্যারিয়ার তার দেখা সেরা আত্মত্যাগী ব্যক্তি হলেন ডেসকটে। যিনি খেলোয়াড় হিসেবে কেকেআরে পানির বোতল টেনেছেন কিন্তু চোখে-মুখে কোন হতাশা ছিল না। গম্ভীরের মতে, ডেসকটে তার দেখা সেরা টিম ম্যান। 

গম্ভীরের পর ভারতীয় ক্রিকেট দলের কোচিং প্যানেলে অভিষেক নয়্যার ও ডেসকটে যুক্ত হলে কেকেআর পড়বে বড় শূন্যতায়। তিনজন কোচিং স্টাফ হারাবে তারা। যদিও কেকেআরের সিইও ভেঙ্কি মাইসোরে বলেন, ‘আমরা কোন স্বতন্ত্র ব্যক্তির ওপর নির্ভর করি না। এর আগে ম্যাথু মট, ট্রাভিস বেলিস, ব্রেন্ডন ম্যাককামাল চলে গেছেন। কেকেআর সে শূন্যতা পূরণে সক্ষম হয়েছে।’

আরও পড়ুন

×