ওয়ার্নারের জাতীয় দলে ফেরার দরজা বন্ধ

ডেভিড ওয়ার্নার। ছবি: ফাইল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৫ জুলাই ২০২৪ | ১৬:৩৩
অস্ট্রেলিয়ার হয়ে দু’বার পঞ্চাশ ওভারের বিশ্বকাপ জিতেছেন ডেভিড ওয়ার্নার। টি-২০ বিশ্বকাপ, টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতেছেন। দীর্ঘ ক্যারিয়ারে কেবল নেই চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা। যে আশায় আগামী বছর পাকিস্তানে অনুষ্ঠেয় চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার ইচ্ছার কথা প্রকাশ করেন অজি ওপেনার।
তিনি জানান, সুযোগ পেলে অবসর ভেঙে শুধুমাত্র চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে চান তিনি। এরপর আবার অবসরে যেতে চান। এরই মধ্যে তিন ফরম্যাটের আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন তিনি।
তবে অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি পরিষ্কার করে দিয়েছেন, জাতীয় দলে আর সুযোগ নেই ওয়ার্নারের। চ্যাম্পিয়ন্স ট্রফির দলে ডাকা হবে না অস্ট্রেলিয়া ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা এই ওপেনারকে।
বেইলি বলেন, ‘আমরা জানি যে, ওয়ার্নার অবসর নিয়েছে। এখন তার উচিত তিন ফরম্যাটে যে অসাধারণ সময় পার করেছেন সেসব নিয়ে কথা বলা। ও কখন মজা করে সেটাও বোঝা কঠিন। আমরা নতুন যাত্রাটা পরিবর্তনের মধ্য দিয়ে যেতে চাই। তিন ফরম্যাটে তার জায়গা পূরণ করা উচ্ছ্বাসের হবে।’
অস্ট্রেলিয়া সাদা বলে ডেভিড ওয়ার্নারের জায়গায় ফ্রেশার মার্ক গার্ককে প্রস্তুত করার কথা ভাবছে। ওয়ার্নারের মতোই সাহসী ও দাপুটে ক্রিকেট খেলেন এই ওপেনার। এছাড়া ম্যাথু ওয়েডের জায়গায় জস ইগলিসকে সুযোগ দেওয়ার কথা জানিয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি।
- বিষয় :
- ডেভিড ওয়ার্নার