ইউরোর সেরা দলে আট স্প্যানিশ

ইউরো জয়ী স্পেনের দুই তরুণ লামিনে ও নিকো। ছবি: এএফপি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৬ জুলাই ২০২৪ | ১৬:০২ | আপডেট: ১৭ জুলাই ২০২৪ | ১২:৪১
ইংল্যান্ডকে হারিয়ে ইউরো চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। ১৭ বছরের লামিন ইয়ামাল, ২২ বছরের নিকো উইলিয়াম, ২৫ বছরের মার্ক কুকুরেয়া কিংবা ২৬ বছরের দানি অলমোরা দুর্দান্ত খেলেছেন। তাদের সঙ্গে রদ্রি, কারভাহালরা ছিলেন অনন্য।
দুর্দান্ত খেলে শিরোপা জয়ী দলের আট ফুটবলার রেখে ইউরোর একাদশ বেছে নিয়েছে সংবাদ মাধ্যম গোল। ওই দলে আছেন রানার্স আপ ইংল্যান্ডের দু’জন। বাকি একজন নেদারল্যান্ডসের কোডি গ্যাকপো।
গোলের সেরা একাদশে গোলরক্ষক হিসেবে জায়গা পেয়েছেন জর্ডান পিকফোর্ড। আসরে ১৭টি দুর্দান্ত সেভ দিয়েছেন তিনি। সুপার এইটে টাইব্রেকারের নায়ক ছিলেন তিনি। রক্ষণে ইংল্যান্ডের জোন স্টোনস জায়গা পেয়েছেন। জুড বেলিংহাম, বুকোয়াকা সাকাদের জায়গা হয়নি সেরা একাদশে।
সেরা একাদশে রক্ষণে আছেন সৌদি প্রো লিগে যাওয়া স্পেনের আইমেরিক লাপোর্তে। রাইট ব্যাকে দানি কারভাহাল ও লেফট ব্যাকে মার্ক কুকুরেয়া। মিডফিল্ডার রদ্রির সেরা একাদশে জায়গা পাকা ছিল। তার সঙ্গে ফ্যাবিয়ান রুইজ ও দানি অলমোকে বেছে নিয়েছে গোল।
সংবাদ মাধ্যম গোল রাইট উইঙ্গে রেখেছে লামিনে ইয়ামালকে। তরুণ এই ফুটবলার আসরে একটি গোল করেছেন ও তিন গোলে সহায়তা দিয়েছেন। তবে ম্যাচে তার প্রভাব ছিল চোখে পড়ার মতো। সেন্ট্রাল স্ট্রাইকার পজিশনে কোডি গ্যাকপো জায়গা পেয়েছেন। লেফট উইঙ্গে রাখা নিকো উইলিয়ামসকে।
- বিষয় :
- ইউরো-২০২৪
- লামিন ইয়ামাল