ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

ম্যানসিটির বিষয়ে দ্রুতই সিদ্ধান্ত নেবেন আলভারেজ

ম্যানসিটির বিষয়ে দ্রুতই সিদ্ধান্ত নেবেন আলভারেজ

ম্যানসিটির আর্জেন্টাইন স্ট্রাইকার হুলিয়ান আলভারেজ। ছবি: ফাইল

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩০ জুলাই ২০২৪ | ১৯:৫৪

ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের সামনে হুলিয়ান আলভারেজ। আগামী মৌসুমে ম্যানচেস্টার সিটিতে খেলবেন নাকি যাবেন নতুন কোন ঠিকানায়? দ্রুতই এই প্রশ্নের উত্তর জানাবেন আর্জেন্টাইন স্ট্রাইকার। প্যারিস অলিম্পিকের ফুটবলে অংশ নেওয়া তারকা জানিয়েছেন, অলিম্পিক শেষ হলেই ক্যারিয়ারের ঝুলে থাকা সিদ্ধান্তটা নিতে চান তিনি। 

আলভারেজ ২০২২ সালে ম্যানসিটিতে যোগ দেন। দুই মৌসুমে সিটিজেনদের জার্সিতে সব মিলিয়ে ৩৬ গোল করেছেন তিনি। কিন্তু ক্লাব কোচ পেপ গার্দিওলার প্রথম পছন্দের স্ট্রাইকার নন। আর্লিং হালান্ডের বদলি হয়ে খেলতে হয় তাকে। গত মৌসুমে অবশ্য বেশ খেলার সুযোগ পেয়েছেন। তবে তা পছন্দের সেন্ট্রাল স্ট্রাইকার পজিশনে নয়। 

বিষয়টি নিয়ে আলভারেজ জানান, তিনি গত মৌসুমে খেলার যথেষ্ট সময় পেয়েছেন। কিন্তু এটাও ঠিক গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে বেঞ্চে বসে থাকতে হয়েছে। যেটা তার ভালো লাগে না। তিনি তাই ক্লাব ক্যারিয়ারের ভবিষ্যত সম্পর্কে একটা সিদ্ধান্তে আসতে চান। অলিম্পিকের পরই ওই সিদ্ধান্ত নেবেন তিনি। 

আলভারেজকে দলে নেওয়ার লড়াইয়ে আছে পিএসজি। এছাড়া আরও কিছু ইউরোপের শীর্ষ পর্যায়ের ক্লাব তার দিকে নজর রেখেছিল। ম্যানচেস্টার ইউনাইটেডেরও পছন্দের তালিকায় ছিলেন আলভারেজ। রিয়াল মাদ্রিদ তার দিকে চোখ রাখলেও এখন লড়াই থেকে সরে এসেছে। তবে অ্যাথলেটিকো মাদ্রিদ তার প্রতি নজর রাখছে। 

আলভারেজের ক্লাব ছাড়ার বিষয়ে ম্যানসিটি কোচ গার্দিওলা বলেন, ‘আমি জানি, আলভারেজ ম্যানসিটির বিষয়ে ভাবছে। ভাবা শেষ হলে, তার এজেন্ট নিশ্চয় ক্লাবের পরিচালককে জানাবেন। সে গত মৌসুমে পর্যাপ্ত খেলেছে। আরও খেলতে চায়? সেটাও ভালো। সে নিশ্চয় তার সিদ্ধন্ত চূড়ান্ত করে জানাবে।’ 

আরও পড়ুন

×