ম্যানসিটিকে আটকে দিল বার্সার কিশোররা

পাও ভিক্টরের গোল। ছবি: টুইটার
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ৩১ জুলাই ২০২৪ | ১৫:৪৫ | আপডেট: ৩১ জুলাই ২০২৪ | ১৮:৪৩
প্রাক মৌসুমের প্রীতি ম্যাচে উঠতি ফুটবলারদের নিয়ে ম্যানচেস্টার সিটিকে আটকে দিয়েছেন বার্সেলোনার নতুন জার্মান কোচ হানসি ফ্লিক। ম্যাচের প্রথমার্ধে কাতালানরা ২-১ গোলের লিড নেয়। ম্যানসিটি ম্যাচটি ২-২ গোলের সমতা নিয়ে মাঠ ছেড়েছে।
প্রাক মৌসুমে মূল দল নিয়ে খুব কম দলই খেলে। ম্যানসিটিও মূল দল নিয়ে খেলেনি। তবু আর্লিং হালান্ড, জ্যাক গ্রেলিশ, মাতেও কোভাসিচ, ভার্দিওল, এদেরসনরা ছিলেন পেপ গার্দিওলার শুরুর একাদশে। বার্সার একাদশে গত মৌসুমে পুরোপুরি খেলা দলের কেউ ছিলেন না।
রক্ষণে ছিলেন ১৯ বছরের সের্গি ডমিংগুয়েজ। তার সঙ্গী ছিলেন ধারের মেয়াদ শেষ করে ফেরা ক্লিমেন্ট লেংলে। উইং ব্যাকে জেরার্ড মার্টিন ও হেক্টর ফন্টও একেবারেই তরুণ। মিডফিল্ডের বার্নাল, কাসাডোরাও অচেনা। ফন্ট লাইনে ছিলেন তরুণ পাবলো তোরে, ভিটর রকি ও পাও ভিক্টররা।
যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ম্যাচে ২৪ মিনিটে পাও ভিক্টর দলকে লিড এনে দেন। ম্যানসিটি ৩৯ মিনিটে সমতায় ফেরে। পাবলো তোরে প্রথমার্ধের যোগ করা সময়ে আবার দলকে লিড এনে দেন। গ্রেলিস ৬০ মিনিটে গোল করে দলকে সমতায় ফেরান। তরুণ দল নিয়ে ম্যানসিটিকে আটকে দিয়ে বার্সার নতুন কোচ ফ্লিক বুঝিয়ে দিয়েছেন নতুন মৌসুমের জন্য তিনি বেশ প্রস্তুত।
- বিষয় :
- হানসি ফ্লিক
- পেপ গার্দিওলা