ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

রেকর্ড গড়ে সোনা জয় উগান্ডার জশুয়ার

রেকর্ড গড়ে সোনা জয় উগান্ডার জশুয়ার

জশুয়া চেপতেগেই

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৪ | ১৯:১০

পুরুষদের অ্যাথলেটিকসে ১০ হাজার মিটার ইভেন্টে বিশ্বরেকর্ডটি আগেই গড়েছিলেন। বাকি ছিল অলিম্পিকে গড়ার। সেটিও নিজের করে নিলেন উগান্ডার জশুয়া চেপতেগেই। 

স্তাদে দে ফ্রান্সে প্রায় ৬৯ হাজার দর্শকের সামনে ২৬ মিনিট ৪৩.১৪ সেকেন্ডে দৌড় শেষ করে এ কীর্তি গড়েন জশুয়া। এ ইভেন্টে ২৭ মিনিট ১.১৭ সেকেন্ড সময় নিয়ে আগের রেকর্ডটি ইথিওপিয়ার কেনেনিসা বেকেলের। ২০০৮ বেইজিং অলিম্পিকে বেকেলে গড়েছিলেন এ রেকর্ড।

ইথিওপিয়ার বেরিহু আরেগায়ুই রৌপ্য ও যুক্তরাষ্ট্রের গ্র্যান্ট ফিশার ব্রোঞ্জ পেয়েছেন। ছেলেদের ৫ হাজার মিটার দৌড়েরও বিশ্বরেকর্ডের মালিক চেপতেগেই।

আরও পড়ুন

×