নিজের বিশ্বরেকর্ড ভেঙে স্বর্ণ জিতলেন ডুপ্লান্টিস

ছবি- সংগৃহীত
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৪ | ১৬:৫৪
গত এপ্রিলেই পোল ভল্টে বিশ্ব রেকর্ড গড়েছিলেন আরমান্ড ডুপ্লান্টিস। নিজের সেই রেকর্ড প্যারিস অলিম্পিকে ভেঙে নতুন বিশ্বরেকর্ড গড়েছেন তিনি। পূরণ করেছেন ছোটবেলার স্বপ্ন।
যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া সুইডিশ গ্রেট একমাত্র পোল ভল্টার ছিলেন। যিনি ৬ মিটার মার্ক লাফিয়ে পার করে সোনা জিতেছেন। চলতি বছরের এপ্রিলে তারই গড়া আগের রেকর্ডের চেয়ে যা ছিল ১ সেন্টিমিটার বেশি। প্রথম দুই চেষ্টায় অল্পের জন্যই পারেননি, তবে তৃতীয় ও শেষ চেষ্টায় ৬.২৫ মিটার পেরিয়ে বিশ্ব রেকর্ড গড়েই পুরো স্টেডিয়ামকে মাতিয়ে দেন এই সুইডিস তারকা। এ নিয়ে নয়বার বিশ্ব রেকর্ড ভাঙলেন ২৪ বছর বয়সী অ্যাথলেট। টোকিও অলিম্পিকেও সোনা জিতেছিলেন ডুপ্লান্টিস।
৫.৯৫ মিটার লাফিয়ে রুপা জিতেছেন যুক্তরাষ্ট্রের স্যাম কেনড্রিকস। ৫.৯০ মিটার লাফিয়ে ব্রোঞ্জ জিতেছেন গ্রিসের ইমানুইলি কারালিস।