সরকার পতনের পর যা বলছেন ক্রিকেটাররা

ছবি- সংগৃহীত
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৭ আগস্ট ২০২৪ | ১৩:৩৯ | আপডেট: ০৭ আগস্ট ২০২৪ | ১৩:৫৬
কোটা সংস্কার আন্দোলন এবং পরবর্তীতে সরকার পদত্যাগের এক দফা দাবির মুখে শেষ পর্যন্ত সরে দাঁড়াতে হল শেখ হাসিনাকে। সোমবার (৫ আগস্ট) দেশত্যাগের আগে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র দিয়েছেন তিনি। এ খবর ছড়িয়ে পড়তেই দেশজুড়ে আনন্দ-উৎসব শুরু হয়। ঢাকা পরিণত হয়েছিল উৎসবের নগরীতে। লাখো মানুষ নেমে এসেছিল রাস্তায়। এই আনন্দ ছুঁয়ে গেছে ক্রিকেটারদেরকেও। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের অনুভূতি জানিয়েছেন।
বাংলাদেশ টেস্ট দলের সাবেক অধিনায়ক মুমিনুল হক নিজের সোশ্যাল অ্যাকাউন্টে লিখেছেন, ‘বিজয়ের আনন্দে ভাসছে দেশ। আলহামদুলিল্লাহ।’ অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ লিখেছেন ‘আলহামদুলিল্লাহ, স্বাধীন। জাতীয় পতাকার সঙ্গে লিখেছেন শুভ বিজয়।’
জাতীয় দলের বাইরে থাকা আফিফ হোসেন ধ্রুব সরকার পতনের পর সম্মান জানিয়েছেন ছাত্রদের সম্মিলিত শক্তিকে। স্যালুটের ইমোজির পাশাপাশি ব্যবহার করেছেন বাংলাদেশের পতাকাও। জাতীয় দলের পেসার এবাদত হোসেন চৌধুরী নিজের ফেসবুকে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ আজ স্বাধীন।’ লাল সবুজের জার্সিতে উদযাপনের ভঙ্গিমায় ছবি পোস্ট করেছেন দলের আরেক পেসার শরিফুল ইসলাম।
পেসার রুবেল হোসেন ৫ আগস্ট দ্বিতীয়বারের মতো বাবা হয়েছেন। তিনি ফেসবুকে অনুভূতি প্রকাশ করেন এভাবে, ‘আলহামদুলিল্লাহ, আজ এই স্বাধীন দেশে কন্যা সন্তানের বাবা হলাম।’
সরকার পতনের পরেরদিন বেশ কয়েকজন ক্রিকেট সংগঠক 'যোগ্য সংগঠকের' দাবি তুলে বিসিবিতে যান। তাদের সঙ্গে ছিলেন সাবেক দুই অধিনায়ক মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশার সুমন। এক ফেসবুক পোস্টে তাদের বক্তব্যকে খোঁচা দিয়েছেন পেসার রুবেল হোসেন। তিনি বলেন, ‘গত কয়েক বছরে দেশের ক্রিকেটকে ধ্বংস করার নেপথ্যে থাকা ব্যক্তিরা দেখলাম বলতেছে দেশে সুশাসন চায়। শুধুমাত্র অপছন্দের তালিকায় থাকার কারণে অসংখ্য ক্রিকেটারের ক্যারিয়ার ধ্বংস করে দেওয়া ব্যক্তিরা এখন ক্ষমতার পালাবদল দেখে রঙ বদলানোর চেষ্টায় আছে।’
বাংলাদেশ জাতীয় দলের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে নিয়েও লিখেছেন রুবেল। একসময়ের তারকা এই পেসার বলছেন, অবৈধ ক্ষমতার অংশ ছিলেন তিনি। রুবেল লিখেছেন, ‘একইভাবে চান্দিকা হাতুরুসিংহেসহ তার অবৈধ কাজে সহায়তা করে দেশের ক্রিকেটকে ধ্বংস করা ব্যক্তিদের অন্তত আর কোনো দায়িত্বে দেখতে চাই না।’
বিসিবির সমালোচনা করেছেন আরেক ক্রিকেটার ইমরুল কায়েস। সামাজিক যোগাযোগ মাধ্যমে বাঁহাতি ব্যাটার লিখেছেন, ‘স্বাধীন বাংলাদেশে আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকেও ক্ষমতার কালো থাবা থেকে মুক্ত করতে হবে। সম্প্রতি একটা সাক্ষাৎকার দেখলাম বোর্ড কর্মকর্তারা মুখোশ পাল্টে এখন মিথ্যা আশ্বাস দিয়ে যাচ্ছেন। এদের কারণে ক্রিকেটের যে কী পরিমাণ ক্ষতি হয়েছে, সবাই জানেন। কত প্লেয়ারের ক্যারিয়ার যে ধ্বংস করছে তারা। শুধু তাদের পছন্দের তালিকায় না থাকার কারণে। খেলোয়াড়দের সাথে ন্যূনতম সম্মান দেখানো হয় না। ’
‘বোর্ডের প্রতি আমার অনুরোধ, আপনারা যথেষ্ট করেছেন, দেশের ক্রিকেটকে দেওয়ার আপনাদের আর কিছু নেই। তারুণ্যের হাতে ছেড়ে দিন ক্রিকেটের ভবিষ্যৎ। তারাই এগিয়ে নিয়ে যাবে। তাদের হাত ধরেই আসবে বড় সাফল্য, যেখানে মাথা উঁচু করে থাকবে বাংলাদেশ ক্রিকেট। ইনশা আল্লাহ।'
- বিষয় :
- বাংলাদেশ ক্রিকেট
- সরকার পতন