ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

২৩ বছরের পথচলা থামালেন পেপে

২৩ বছরের পথচলা থামালেন পেপে

ছবি- সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৪ | ১৩:০০

সর্বশেষ ইউরোতে ফ্রান্সের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ম্যাচে হারার পর পর্তুগালের ডিফেন্ডার পেপের অবসরের গুঞ্জন উঠেছিল। যদিও সে সময় তিনি কিছু জানাননি। বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় অবসরের ঘোষণা দেন ৪১ বছর বয়সী এই ডিফেন্ডার।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় পেপে বলেছেন, ‘পথচলা চালিয়ে যেতে আমাকে জ্ঞান দেওয়ার জন্য সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাতে চাই। আমার ক্যারিয়ারে অবদান রাখার জন্য সবাইকে ধন্যবাদ জানাতে চাই।’

পর্তুগালের হয়ে ১৪১ ম্যাচ খেলেছেন পেপে। জিতেছেন ২০১৬ ইউরো। ক্লাব ফুটবলে রিয়াল মাদ্রিদে সোনালি সময় কেটেছে পেপের। ১০ মৌসুম মাদ্রিদের ক্লাবটিতে কাটিয়ে জিতেছেন তিনটি লা লিগার শিরোপা এবং তিনটি চ্যাম্পিয়নস লিগ ট্রফি। ফিফা ক্লাব বিশ্বকাপও জিতেছেন দুবার।

পোর্তো থেকে ২০০৭ সালে রিয়ালে যোগ দেন পেপে। ২০১৭ সালে রিয়াল ছেড়ে বেসিকতাসে যোগ দেন। দুই মৌসুম তুর্কি ক্লাবটিতে খেলে ২০১৯ সালে ফিরে যান পর্তুগিজ ক্লাব পোর্তোয়। এ ক্লাবের হয়ে দুই মেয়াদে মোট চারবার প্রিমেরা লিগ জিতেছেন পেপে।

আরও পড়ুন

×