ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

অলিম্পিকে বাংলাদেশের পতাকা ভলান্টিয়ারের হাতে!

সমাপনীর আগেই প্যারিস ছাড়েন সেফ দ্য মিশন

অলিম্পিকে বাংলাদেশের পতাকা ভলান্টিয়ারের হাতে!

ফাইল ছবি

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৪ | ১১:১২ | আপডেট: ১৩ আগস্ট ২০২৪ | ১১:১৫

প্যারিসের ঐতিহাসিক সিন নদীতে গত ২৬ জুলাই অলিম্পিকের উদ্বোধনীতে বাংলাদেশের কর্তাদের দেখে মনে হয়েছিল, তারাই যেন গেমসের প্রাণ। নৌকায় মার্চপাস্টের সময় ক্রীড়াবিদদের পেছনে ফেলে লাল-সবুজের পতাকা হাতে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গিয়েছিল অলিম্পিকে বাংলাদেশের সেফ দ্য মিশন ইন্তেখাবুল হামিদ অপুসহ অন্য কর্তাদের। যাঁর সামনে থাকার কথা, বাংলাদেশের পতাকাবাহক সেই আরচার মোহাম্মদ সাগর ইসলামকে আড়াল করে দেন তারা। 

সাঁতারু সামিউল ইসলাম রাফি ও সোনিয়া খাতুন, শুটার রবিউল ইসলাম এবং স্প্রিন্টার ইমরানুর রহমানও চুপ ছিলেন গেমসের উদ্বোধনীতে। নিয়ম অনুযায়ী সমাপনীতেও থাকে দলগুলোর মার্চপাস্ট, যেখানে অংশগ্রহণকারী দেশের অ্যাথলেট কিংবা কোনো কর্মকর্তার পতাকা বহন করার কথা। কিন্তু রোববার স্টেড দ্য ফ্রান্সে অলিম্পিকের বিদায়ের আয়োজনে বাংলাদেশের কন্টিনজেন্টের কেউই ছিলেন না। লাল-সবুজের পতাকা ছিল গেমসের এক ভলান্টিয়ারের হাতে, যা ছিল দৃষ্টিকটু। ২০৬ দেশের অংশগ্রহণে যুক্তরাষ্ট্রের আধিপত্যে শেষ হয় প্যারিস অলিম্পিক। সমাপনীতে যুক্তরাষ্ট্রের হলিউড সুপারস্টার টম ক্রুজের হাতে লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠেয় ২০২৮ অলিম্পিকের পতাকা তুলে দেওয়া হয়। 

অলিম্পিক বাংলাদেশের জন্য ভ্রমণবিলাস আর অভিজ্ঞতা অর্জন ছাড়া কিছুই নয়। বাছাইয়ের গণ্ডিতে অ্যাথলেটরা আটকে যান আর কর্মকর্তারা সরকারি ব্যয়ে দর্শনীয় দৃশ্যগুলো ধরে রাখতে সেলফি তোলেন। ভুলে যান দায়িত্বের কথা। প্যারিস অলিম্পিকের সমাপনীতে বাংলাদেশের কারও উপস্থিতি না থাকাটা দেশের জন্য বড় লজ্জার। নিজেদের ইভেন্টের পর বাংলাদেশের ক্রীড়াবিদরা দেশে ফিরে আসেন সমাপনীর আগেই। অ্যাথলেট ইমরানুর রহমান চলে যান লন্ডনে। সমাপনীতে বাংলাদেশের পতাকা বহনের জন্য তাঁকে ফেরানোর উদ্যোগ নেয় বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন। কিন্তু পারিবারিক সমস্যার কারণে ইমরানুর প্যারিসে আসতে অপারগতা প্রকাশ করেন। তার পরও অলিম্পিকে বাংলাদেশের সেফ দ্য মিশন হিসেবে ইন্তেখাবুল হামিদ অপুর সমাপনীতে থাকার কথা ছিল। যেটা সব গেমসেই দেখা যায়। ক্রীড়াবিদদের মতো তিনিও বাংলাদেশে চলে আসেন আগেই। যার কাঁধে পুরো দায়িত্ব, সেই ইন্তেখাবুল হামিদ অপু বাংলাদেশ শুটিং স্পোর্ট ফেডারেশনের মহাসচিবও। 

সমাপনীতে বাংলাদেশের কে ছিলেন? এমন প্রশ্নের জবাবে গতকাল সমকালের সঙ্গে অপু যে উত্তর দেন, তাতে স্পষ্ট দায়িত্বে কতটা অবহেলা ছিল, ‘অফিসিয়ালরা ছিল। আর অ্যাথলেট ইমরানুর রহমান ছিল।’ কিন্তু পতাকা তো বহন করেছেন এক ভলান্টিয়ার। এটা শুনে কিছুটা ভড়কে যান তিনি। এর পর তুলে ধরলেন দেশের বর্তমান পরিস্থিতির কথা, ‘গেমস শেষ হয়ে গেছে। দেশের পরিস্থিতির জন্য সবার চলে আসতে হয়েছে। সেখানে থেকে কী করব, গেমস তো শেষ। সেখানে থাকলে রাষ্ট্রের পয়সা খরচ হবে। যে কারণে আমরা সবাই চলে এসেছি।’

সমাপনীতে বাংলাদেশের কোনো প্রতিনিধি না থাকার জন্য শুধু ইন্তেখাবুল হামিদ অপু একা দায়ী নন। তাঁকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। এই ব্যাপারটি জানার জন্য তাঁকে ফোন দিলেও তা বন্ধ পাওয়া যায়। ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর শাহেদ রেজাও হয়তো আড়ালে চলে গিয়েছেন।

আরও পড়ুন

×