ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

পাকিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন জয়

পাকিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন জয়

ছবি- ক্রিকইনফো

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৪ | ১৪:২১

পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে প্রথম চার দিনের ম্যাচ খেলার সময় কুঁচকির চোটে পড়েন মাহমুদুল হাসান জয়। এই চোটের কারণে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পারবেন না জাতীয় দলের এই ওপেনার।

জয়ের সুস্থ হতে কমপক্ষে তিন সপ্তাহ সময় লাগবে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী। তিনি বলেন, ‘ডান কুঁচকিতে ফিল্ডিং করতে গিয়ে ব্যথা পেয়েছে জয়। সুস্থ হতে তিন সপ্তাহ সময় লাগবে।’ 

জয়ের বদলে স্কোয়াডে কাকে নেওয়া হবে তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি নির্বাচকরা। দু’একদিনের মধ্যে তা নিশ্চিত করা হবে। স্কোয়াডে অবশ্য বাড়তি ওপেনার আছেন সাদমান ইসলাম। রাওয়ালপিন্ডিতে জাকির হাসানের সঙ্গে ইনিংস ওপেন করতে পারেন তিনি।

বাংলাদেশ–পাকিস্তান দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে ২১ আগস্ট রাওয়ালপিন্ডিতে।

আরও পড়ুন

×