প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন জয়

জাতীয় দলের ক্রিকেটার জয়। ছবি: ফাইল
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৪ | ২০:১৬
ইনজুরিতে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট থেকে ছিটকে গেছেন জাতীয় দলের তরুণ ওপেনার মাহমুদুল হাসান জয়। বিসিবির ফিজিও বায়জেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
জয় পাকিস্তান শাহিনসের বিপক্ষে চার দিনের ম্যাচে গ্রোন ইনজুরিতে পড়েন। ম্যাচ চলাকলীন তিনি দলকে তার ঊরুর মাংসেপেশিতে ব্যথা পাওয়ার বিষয়টি জানান।
তখনই জানা যায় যে, জয় রাওয়ালপিন্ডিতে ২১ আগস্ট শুরু হওয়া প্রথম টেস্টে অনিশ্চিত। পরে তার এমআরআই করে ইনজুরির অবস্থা ও প্রথম টেস্ট খেলতে না পারার বিষয়টি নিশ্চিত হয়েছে বিসিবির মেডিকেল টিম।
ফিজিও বায়জেদুল বলেন, ‘জয় গত ১৪ আগস্ট ব্যথা অনুভব করার বিষয়টি জানান। পরে তার একটি এমআরআই ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করে গ্রেড-১ পর্যায়ের ইনজুরির বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তিনি এখন সেরে ওঠার চেষ্টায় আছেন। এমন ইনজুরি সারতে সাধারণত ১০ থেকে ১৪ দিন লাগে। প্রথম টেস্টে তিনি খেলতে পারবেন না।’
জয় সম্প্রতি অস্ট্রেলিয়ায় চার দিনের ম্যাচ খেলে রান পেয়েছেন। এরপর পাকিস্তান শাহিনসের বিপক্ষে প্রথম চার দিনের ম্যাচে ওপেনিংয়ে নেমে ৬৫ রানের ইনিংস খেলেছিলেন। তার ইনজুরি দলের জন্য একটা ধাক্কা। তিনি ইনজুরিতে পড়ায় প্রথম টেস্টে জাকির হাসানের সঙ্গে ওপেনিংয়ে সাদমান ইসলামকে খেলানো হতে পারে।
- বিষয় :
- বাংলাদেশ-পাকিস্তান
- মাহমুদুল হাসান জয়