ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

পাকিস্তানকে ধুয়ে দিয়ে বাংলাদেশের প্রশংসায় আফ্রিদি

পাকিস্তানকে ধুয়ে দিয়ে বাংলাদেশের প্রশংসায় আফ্রিদি

ছবি- সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৪ | ১৪:০৪ | আপডেট: ২৬ আগস্ট ২০২৪ | ১৪:২২

বাংলাদেশের কাছে প্রথম টেস্ট হারের পর তুমুল সমালোচনা চলছে পাকিস্তান ক্রিকেট দলের। ঘরের মাঠের টেস্টে পাকিস্তানের ১০ উইকেটে হার মানতেই পারছেন না শহিদ আফ্রিদি। বাংলাদেশের কাছে ইতিহাসে প্রথমবার টেস্ট হারা পাকিস্তানকে ধুয়ে দিয়েছেন সাবেক এই অধিনায়ক। তার পাশাপাশি বাংলাদেশের অসাধারণ জয়ের জন্য কৃতিত্বও দিয়েছেন তিনি। পাকিস্তানের বিপক্ষে ১৪ টেস্টে বাংলাদেশের প্রথম জয় এটি। দেশের মাটিতে ১০ উইকেটে হার পাকিস্তানের এটিই প্রথম।

আফ্রিদি প্রশ্ন রেখেছেন স্বাগতিক দলের পরিকল্পনা ও একাদশ নির্বাচন নিয়ে। এমনকি রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামের পিচের প্রস্তুতি নিয়ে পিসিবিরও কড়া সমালোচনা করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক।

রাওয়ালপিন্ডিতে সিরিজের দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ৪৪৮ রান তুলে ইনিংস ঘোষণা করেছিল পাকিস্তান। প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ৫৬৫ রান করে বাংলাদেশ, লিড পায় ১১৭ রানের। নিজেদের দ্বিতীয় ইনিংসে ১৪৬ রানের বেশি করতে পারেনি স্বাগতিকরা। ৩০ রানের লক্ষ্যে খেলতে নেমে কোনো উইকেট না হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।

পাকিস্তানের একাদশ সাজানো হয়েছিল চার পেসারকে নিয়ে। ছিল না কোনো বিশেষজ্ঞ স্পিনার। যার জন্য অধিনায়ক ও টিম ম্যানেজমেন্টের সমালোচনা করেছেন আফ্রিদি। তিনি বলেন, ১০ উইকেটের হার এই ধরনের পিচ প্রস্তুত করার সিদ্ধান্ত, চার জন ফাস্ট বোলার খেলানো এবং বিশেষজ্ঞ স্পিনার না রাখা নিয়ে প্রশ্ন তুলে দেয়। হোম কন্ডিশন সম্পর্কে সচেতনতার অভাব পরিষ্কার দেখতে পাচ্ছি আমি। একই সঙ্গে, টেস্ট জুড়ে যে ব্র্যান্ডের ক্রিকেট বাংলাদেশ খেলেছে সেটার কৃতিত্ব তাদের দিতেই হবে।

আরও পড়ুন

×