ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

রোনালদোর স্পেশাল অ্যাওয়ার্ড

রোনালদোর স্পেশাল অ্যাওয়ার্ড

ছবি- এক্স

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৪ | ২২:৪৭

এখন তিনি নেই চ্যাম্পিয়ন্স লিগে। তবে মিস্টার চ্যাম্পিয়ন্স লিগ খেতাবটা একান্তই ক্রিশ্চিয়ানো রোনালদোর। চ্যাম্পিয়ন্স লিগের সর্বকালের সর্বোচ্চ স্কোরার তো বটেই একই সঙ্গে আর বহু রেকর্ড রয়েছে তার নামের পাশে। রোনালদোকে সেই অনন্য কীর্তির জন্য এবার সম্মানিত করেছে উয়েফা।

৩৯ বছর বয়সী এই পর্তুগীজ ফরোয়ার্ড এখন খেলেন সৌদি আরবের লিগে। তবে আজ মোনাকোতে উয়েফা চ্যাম্পিয়নস লিগ ২০২৪-২৫ মৌসুমের ড্র অনুষ্ঠানে রোনালদোর হাতে তুলে দেওয়া হয় পুরস্কারটি। রোনালদোর হাতে পুরস্কার তুলে দেন উয়েফা প্রেসিডেন্ট আলেকজান্দার সেফেরিন। 

এ সময় সেফেরিন রোনালদো সম্পর্কে বলেন, 'রোনালদোর ক্যারিয়ার নিয়ে কথা বলতে গেলে লম্বা সময় লাগবে। যদি চ্যাম্পিয়নস লিগ নিয়ে ভাবি, উয়েফা ফুটবল বা ফুটবল নিয়ে ভাবি আমাদের রোনালদোর কথা ভাবতে হবে।'

রোনালদো বলেন, 'এখানে উপস্থিত হবে পারা আমার জন্য আনন্দের। এই বিশেষ পুরস্কারের জন্য ধন্যবাদ। এটি আমার কাছে অনেক অর্থবহ। চ্যাম্পিয়নস লিগে খেলাটা আমাদের জন্য ছিল অনুপ্রেরণার।'

রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড, জুভেন্টাস-সহ মোট চার ক্লাবের হয়ে ১৮৩টি ম্যাচ খেলেছেন সিআরসেভেন। পাঁচবার এই ট্রফি জিতেছেন পর্তুগিজ সুপারস্টার। সাতবার তিনি টুর্নামেন্টের সর্বোচ্চ স্কোরার হয়েছেন। এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ডও তার দখলে। বস্তুত সবদিক থেকেই ইউরোপের সেরা ক্লাব টুর্নামেন্টে সেরার খেতাব তারই প্রাপ্য।

চ্যাম্পিয়ন্স লিগে রোনালদো গোল করেছেন সর্বোচ্চ ১৪০টি। তালিকায় দ্বিতীয় লিওনেল মেসির চেয়ে ১১ গোল বেশি করেছেন রোনালদো। মেসি নিজেও এখন আর ইউরোপে খেলেন না। রোনালদোর গোলের রেকর্ড আপাতত ভাঙার সম্ভাবনা নেই বললেই চলে।

আরও পড়ুন

×