উয়েফা নেশন্স লিগ
রোনালদোর শেষের শুরু

ছবি- সংগৃহীত
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৪ | ১৮:১৩
ইউরো-কোপার পর ক্লাব ফুটবল লড়াই। তার মধ্যে আবারও আন্তর্জাতিক ফুটবলের ব্যস্ততা শুরু হচ্ছে। ২০২৬ বিশ্বকাপ বাছাই পর্বের সঙ্গে বৃহস্পতিবার মাঠে গড়াচ্ছে উয়েফা নেশন্স লিগ। আট সপ্তাহেরও কম সময় আগে বার্লিনে ইউরোর ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে শিরোপা জিতেছিল স্পেন। জিতেছিল প্যারিস অলিম্পিক ফুটবলের স্বর্ণও। উয়েফ নেশন্স লিগের বর্তমান চ্যাম্পিয়নও লা ফুরিয়া রোজারা।
সবকিছু মিলিয়ে আজ থেকে শুরু হতে যাওয়া নেশন্স লিগের অন্যতম ফেভারিট স্পেন। বেলগ্রেডে গ্রুপ ‘এ৪’-এ সার্বিয়ার মুখোমুখি হবে লুই দে ফন্তের দল। সাবেক চ্যাম্পিয়ন পর্তুগালের দিকেও থাকবে সবার দৃষ্টি। সম্ভবত এবারের নেশন্স লিগেই শেষ ক্রিশ্চিয়ানো রোনালদোর। লিসবনে গ্রুপ ‘এ১’-এ রোনালদোর পর্তুগাল খেলবে ক্রোয়েশিয়ার বিপক্ষে।
সার্বিয়ার বিপক্ষে ম্যাচে গুরুত্বপূর্ণ কয়েকজন ফুটবলারকে পাচ্ছেন না স্পেন কোচ লুই দে ফন্তে। ইউরোর ফাইনাল খেলা আলভারো মোরাত্তা, উনাই সিমোন ও মিকেল মেরিনো চোটের কারণে নেই। তবে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত পারফরম্যান্স করা লামিনে ইয়ামালের সঙ্গে নিকো উইলিয়ামস আছেন। তাদের সঙ্গে নতুন মুখ হিসেবে দেখা যাবে অস্কার মিনগুয়েজা। দারুণ ছন্দে থাকা এই দল নিয়ে আশাবাদী কোচ ফন্তে, ‘প্রতিটি প্রতিযোগিতায় আমরা চেষ্টা করি লড়াই করার জন্য। নেশন্স লিগও তার ব্যতিক্রম নয়।’ এবারের নেশন্স লিগে ইংল্যান্ডও নতুন শুরু করতে যাচ্ছে। গ্যারি সাউথগেট যুগের পর নতুন শুরুর আশা থ্রি লায়ন্সদের। ভারপ্রাপ্ত কোচ লি কার্সেলের অধীনে শনিবার ইংল্যান্ড খেলবে আয়ারল্যান্ডের বিপক্ষে।
বয়স ৩৯, পারফরম্যান্সের ধারও নেই আগের মতো। তবুও রোনালদোকে নেশন্স লিগে পর্তুগালের স্কোয়াডে রেখেছেন দলটির কোচ রবার্তো মার্টিনেজ। সৌদি ক্লাব আল নাসরে খেলা সি আর সেভেন অবসর প্রসঙ্গে বরাবরই কূটনৈতিক উত্তর দিয়ে আসছেন। যেমনটি দিয়েছেন কয়েক দিন আগেও, ‘যখন সময় আসবে, তখন ফুটবল ছাড়ব।’
- বিষয় :
- উয়েফা
- ক্রিশ্চিয়ানো রোনালদো