স্ট্রেচারে খেলোয়াড় নিতে এসে মাঠেই লুটিয়ে পড়লেন স্বেচ্ছাসেবী

ছবি- সংগৃহীত
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৪ | ২০:৩১
বাংলাদেশ-ভুটানের মধ্যকার ম্যাচে ঘটে গেল অনাকাঙ্ক্ষিত এক ঘটনা। স্ট্রেচারে করে বাংলাদেশের এক খেলোয়াড়কে মাঠের বাইরে নিতে গিয়ে অ্যাম্বুলেন্সে করে মাঠ ছাড়তে হয়েছে ভুটানের এক স্বেচ্ছাসেবীকে।
ম্যাচের তখন প্রথমার্ধের যোগ করা সময় চলছে। চোট পাওয়ার কারণে মেডিক্যাল টিমকে মাঠে আসার সংকেত দেন বাংলাদেশি ফরোয়ার্ড রাকিব হোসেন। তাকে স্ট্রেচারে করে তুলে নিতে মাঠে ঢুকেন মেডিক্যাল টিমের কয়েকজন সদস্য। কিন্তু এর মধ্যে একজন হুট করেই অচেতন অবস্থায় লুটিয়ে পড়েন মাটিতে। অচেতন অবস্থায় থাকা সেই ব্যক্তিকে পরবর্তীতে অ্যাম্বুলেন্স করে স্টেডিয়াম ত্যাগ করা হয়।
পরে ভুটানের ধারাভাষ্যকাররা জানান, ওই স্বেচ্ছাসেবী ঠিক আছেন, চিন্তার কোনো কারণ নেই।
এদিকে দুই ম্যাচের প্রীতি সিরিজের প্রথম ম্যাচে ভুটানকে হারিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে শেখ মোরসালিনের গোলে শুরুতেই এগিয়ে হ্যাবিয়ের ক্যাবরেরার শিষ্যরা। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ১-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।