সার্বিয়ায় আটকে গেল ইউরো চ্যাম্পিয়ন স্পেন

সার্বিয়া ও স্পেন ম্যাচের দৃশ্য। ছবি: এএফপি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৪ | ০৮:৫২
ইউরো জয়ের পর প্রথমবার মাঠে নেমে জিততে পারেনি স্পেন। উয়েফা নেশনস লিগে সার্বিয়ার বিপক্ষে গোল শূন্য সমতা করেছে লা ফুয়েন্তের দল। নেশনস লিগে শুরু করেছে জয়হীন নতুন যাত্রা।
সার্বিয়ার রেড স্টার বেলগ্রেড স্টেডিয়ামে বলের দখল, আক্রমণে চিরচেনা স্পেনকে দেখা গেলেও গোল পাননি লামিনে ইয়ামাল, নিকো উইলিয়ামস, দানি অলমোরা।
তবে লিগ ‘এ’র গ্রুপের ফোরে সুইজারল্যান্ডের বিপক্ষে ২-০ গোলের সহজ জয় পেয়েছে ডেনমার্ক। ম্যাচের ৮২ মিনিটে প্রথম ও যোগ করা সময়ে দ্বিতীয় গোল করে এই জয় তুলে নেয় তারা।
নেশনস লিগের পয়েন্ট টেবিলে প্রথম ম্যাচে জিতে শীর্ষে আছে ড্যানিশরা। ঘরের মাঠে ড্র করায় দুইয়ে আছে সার্বিয়া। স্পেন তালিকায় তিনে। অন্য গ্রুপ ম্যাচে ক্রোয়েশিয়াকে ২-১ গোলে হারিয়েছে পর্তুগাল। স্কটল্যান্ডকে ৩-২ গোলে হারিয়ে টেবিলে শীর্ষে আছে পোল্যান্ড।
- বিষয় :
- উয়েফা