গুরুতর অসুস্থ আইরিশ অলরাউন্ডার, লিভার দান করবেন স্ত্রী

ছবি- সংগৃহীত
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৪ | ১৯:৪৩
গুরুতর শারীরিক জটিলতায় ভুগছেন সিমি সিং। লিভারের মারাত্মক সমস্যায় দিন পার করছেন আয়ারল্যান্ডের এই অলরাউন্ডার। পুরোপুরি সেরে উঠতে লিভার প্রতিস্থাপন করাতে হবে তার। দেশটির গণমাধ্যমে ভেসে বেড়াচ্ছিল এমনই খবর। এবার ৩৭ বছর বয়সী সিমি সিংয়ের অসুস্থতার কথা ক্রিকেট আয়ারল্যান্ডের পক্ষ থেকেই বিবৃতি দিয়ে জানানো হয়েছে।
বোর্ডটির সিইও ওয়ারেন ডিউট্রম বিবৃতিতে বলেছেন, ‘আমরা খুব খারাপ খবর পেয়েছি যে, আমাদের বন্ধু সিমি সিং বর্তমানে প্রাণঘাতী স্বাস্থ্য সমস্যার সঙ্গে লড়াই করছেন। ক্রিকেট আয়ারল্যান্ড এবং বৃহত্তর আইরিশ ক্রিকেট সম্প্রদায়ের পক্ষ থেকে সিমিকে আমাদের শুভ কামনা জানাতে চাই এবং তার জন্য আমরা প্রার্থনা করি। তিনি নতুন এক লড়াই শুরু করেছেন।’
বর্তমানে আইরিশ এই অলরাউন্ডার ভারতের গুরুগ্রামে চিকিৎসাধীন। তার জন্ম ও বেড়ে ওঠা ভারতের মোহালিতে। পাঞ্জাবের অনূর্ধ্ব–১৪ ও অনূর্ধ্ব–১৭ দলের হয়েও খেলেছিলেন। পরে আয়ারল্যান্ডে গিয়ে থিতু হয়ে ২০১৭ সালে দেশটির পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন।
সিমির অবস্থা নিয়ে মুখ খুলেছেন তার শ্বশুর পরমিন্দর সিংহ। জানিয়েছেন, পাঁচ-ছ’মাস আগে অদ্ভুত ধরনের জ্বর হয়েছিল সিমির, যা আসছিল এবং যাচ্ছিল। পরীক্ষা করানোর পর কিছু মেলেনি। চিকিৎসকেরাও সঠিক ভাবে বলতে পারেননি কী হয়েছে। তাই কোনও ওষুধও দেননি।
সিমির স্বাস্থ্য ক্রমশ খারাপ হতে শুরু করায় ভাল চিকিৎসার লক্ষ্যে তাকে ভারতে নিয়ে যাওয়া হয়। বেশ কিছু চিকিৎসকের সঙ্গে কথা বলার পর যক্ষ্মার চিকিৎসা শুরু হয়। পরে জানা যায়, যক্ষ্মা হয়নি। শেষ পর্যন্ত চণ্ডীগড়ের পিজিআই চিকিৎসকেরা লিভার সমস্যার কথা জানান উল্লেখ করে পারভিন্দর বলেন, ‘চিকিৎসকেরা সিমিকে গুরুগ্রামের মেদান্তায় ভর্তি করানোর পরামর্শ দেন। তারা বলেছেন, সিমির কোমায় চলে যাওয়ার সম্ভাবনা আছে। আর তেমন ঘটলে লিভার প্রতিস্থাপন সম্ভব হবে না।’
গত মঙ্গলবার মেদান্তায় ভর্তি হওয়া সিমি এখন লিভার প্রতিস্থাপনের অপেক্ষায় আছেন। ডাবলিনে কর্মরত তার স্ত্রী আগামদীপ কাউর স্বামীকে লিভার দান করতে সম্মত হয়েছেন বলে জানান পরমিন্দর।
আয়ারল্যান্ডের হয়ে ৩৫টি ওয়ানডে ও ৫৩টি টি-টোয়েন্টি খেলেছেন এ স্পিন-অলরাউন্ডার। ২০২২ সালে শেষবার অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপে আইরিশদের হয়ে মাঠে নেমেছিলেন।
- বিষয় :
- লিভার
- আয়ারল্যান্ড
- ক্রিকেট