ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

বাংলাদেশ-ভুটান

থিম্পুতে আজ সিরিজ জয়ের মিশন

থিম্পুতে আজ সিরিজ জয়ের মিশন

ছবি- সংগৃহীত

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৪ | ১২:০৭

ভুটানের বিপক্ষে প্রথম ম্যাচ জয় কিছুটা হলেও স্বস্তিতে রেখেছে বাংলাদেশ দলকে। জয়ের আত্মতৃপ্তি শেষে বাংলাদেশের চোখ এখন দ্বিতীয় ম্যাচে। থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে আজ রোববার সন্ধ্যা ৬টায় সিরিজের দ্বিতীয় আন্তর্জাতিক প্রীতি ম্যাচে নামবে দু’দল।

প্রথম ম্যাচে জয় পেলেও ভুটানকে হালকা করে দেখতে নারাজ লাল-সবুজের ফুটবলাররা। তাই তো অনুশীলনে পুরো মনোযোগী ছিলেন তপু-জামালরা। এখন একটাই লক্ষ্য, ২০১৬-এর স্মৃতি ভুলে সিরিজ জিতে ফিরতে চায় ক্যাবরেরা বাহিনী। ২০১৬ সালে চাংলিমিথাং স্টেডিয়ামেই এশিয়ান কাপের বাছাইয়ে ৩-১ গোলে হেরেছিল বাংলাদেশ। ওই হারে প্রায় দুই বছর আন্তর্জাতিক ফুটবল থেকে দূরে ছিল বাংলাদেশ। তবে অতীতের সেই জড়তা কেটে গেছে প্রথম ম্যাচের জয়ে। তাই জয়ের ধারায় থাকতে চান সহ-অধিনায়ক তপু বর্মণ।

প্রথম ম্যাচের ওই জয়ে খেলোয়াড়দের মানসিক শক্তির সঙ্গে আত্মবিশ্বাসও বেড়েছে বলে মনে করেন তপু। সমুদ্রপৃষ্ঠ থেকে ভুটানের উচ্চতা, ঠান্ডা– এসব প্রতিকূল কন্ডিশন দলের লক্ষ্য পূরণের পথে অন্তরায় হতে পারবে না বলে দৃঢ় কণ্ঠেই বললেন অভিজ্ঞ এই ডিফেন্ডার। তপু বলেন, ‘জয় ছাড়া বিকল্প নেই। আমরা ইতোমধ্যে মানিয়ে নিয়েছি। প্রথম ম্যাচটা অনেক গুরুত্বপূর্ণ ছিল, সেটা আমরা অতিক্রম করে ফেলেছি। আমরা এখন উজ্জীবিত, সবার মধ্যে আত্মবিশ্বাস আছে পরবর্তী ম্যাচের জন্য। একই কাজ ও একই ডেডিকেশন নিয়ে যদি মাঠে নামি, অধিনায়ক ও দলের সদস্য হিসেবে মনে করি অবশ্যই আমরা জিতব।’

এদিকে প্রথম ম্যাচে জয়ের নায়ক মোরসালিন বলেন, ‘আমাদের লক্ষ্য থাকবে দ্বিতীয় ম্যাচটা যেভাবেই হোক ভালো খেলা। কোচের কিছু পরিকল্পনা আছে। পরিকল্পনা অনুযায়ী যদি আমরা কাজ করতে পারি, আশা করি দ্বিতীয় ম্যাচেও ভালো ফল আসবে।’

আরও পড়ুন

×