ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

৭ গোলের রোমাঞ্চকর ম্যাচে ডাচদের বড় জয়

৭ গোলের রোমাঞ্চকর ম্যাচে ডাচদের বড় জয়

ছবি- সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৪ | ১২:৩১

বড় জয়ে নেশন্স লিগে নিজেদের অভিযান শুরু করেছে রোনাল্ড কোম্যানের নেদারল্যান্ডস। আইন্দহোভেনের ফিলিপস স্তাদিয়নে শনিবার রাতে নেশন্স লিগের ‘এ’ লিগের তৃতীয় গ্রুপের ম্যাচে বসনিয়া ও হার্জেগোভিনাকে ৫-২ গোলের বড় ব্যবধানে হারিয়েছে ডাচরা। এদিন মেমফিস ডিপাইয়ের অনুপস্থিতিতে দলে ডাক পাওয়া জশুয়া জির্কজির গোলে প্রথমবার এগিয়ে যায় নেদারল্যান্ডস। এরপর তিজানি রেইনডার্স, কোডি গাকপো, ভাউট ভেগহোর্স্ট ও জাভি সিমোনস একটি করে গোল করেন। অপরদিকে, বসনিয়ার গোলদুটি করেন এমেরদিন দেমিরোভিচ ও এদিন জেকো।

১৩ মিনিটেই দলকে এগিয়ে দেন জশুয়া জিরকজি। ২৭ মিনিটে বসনিয়ার হয়ে সমতা ফেরান আর্মেদিন ডেমিরোভিচ। যদিও সমতা ধরে রাখতে পারেনি তারা। প্রথমার্ধের যোগ করা সময়ে নেদারল্যান্ডসকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন টিজানি রেন্ডার্স। 

বিরতির পর খেলার গতি আরও বাড়ান নেদারল্যান্ডসের ফুটবলারেরা। ৫৬ মিনিটে দলের পক্ষে তৃতীয় গোল করেন কোডি গ্যাকপো। তবে ৭৩ মিনিটে প্রতি আক্রমণে উঠে বসনিয়ার হয়ে ব্যবধান কমান এডিন ডেকো। তাতে অবশ্য খেলার ধরন বদলাননি নেদারল্যান্ডসের ফুটবলারেরা। ৮৮ মিনিটে চতুর্থ গোল করে দলের জয় কার্যত নিশ্চিত করে ফেলেন ওউট উইঘোর্স্ট। এর পর দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে দলের পক্ষে পঞ্চম গোল করেন জাভি সিমোনসের।

আরও পড়ুন

×