ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

বদলি নেমে পর্তুগালকে জেতালেন রোনালদো

বদলি নেমে পর্তুগালকে জেতালেন রোনালদো

ছবি- এএফপি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৪ | ১০:০৭

আগের ম্যাচেই প্রথম ফুটবলার হিসেবে ৯০০ গোলের মাইলফলক ছুঁয়েছিলেন। ক্রিশ্চিয়ানো রোনালদো এবার গোল করে জেতালেন দলকে। রোববার রাতে উয়েফা নেশন্স লিগের ম‍্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ২-১ গোলে জিতেছে পর্তুগাল। উয়েফা নেশন্স লিগে প্রথম দুই ম্যাচের জয়ে টেবিলের শীর্ষে পর্তুগাল।

এদিন ম্যাচের সপ্তম মিনিটে কর্নার থেকে বল পেয়ে হেডে গোল করেন ম্যাকটোমিনে। প্রথমার্ধে কেবল এই একটি শটই লক্ষ‍্যে রাখতে পারে স্কটল্যান্ড। তবে প্রথমার্ধে একের পর এক আক্রমণ করেও আর কোন গোলের দেখা পায়নি দুই দল।

বিরতির পর ম্যাচের ৫৪ মিনিটে দলকে সমতায় ফেরান ব্রুনো ফার্নান্দেস। দ্বিতীয় হাফের শুরুতেই বদলি হিসেবে মাঠে নেমেছিলেন রোনালদো। আর ৮৮ মিনিটে নুনো মেন্ডেসের ক্রস ছুটে গিয়ে বল জালে পাঠিয়ে নিজের ৯০১ গোলটি করেন রোনালদো। পরিশেষে ২-১ ব্যবধানেই ম্যাচ জিতে মাঠে ছাড়ে পর্তুগাল।

আরও পড়ুন

×