আবার পাকিস্তান ক্রিকেটে সংস্কারের চিন্তা

পাকিস্তানের তিন ক্রিকেটার শান মাসুদ, শাহিন আফ্রিদি ও বাবর আজম। ছবি:: ফাইল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৪ | ১৯:০৩
বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশে টালমাটাল অবস্থা পাকিস্তানের ক্রিকেট। খেলোয়াড়রা তো বটেই, পুরো বোর্ডকে তুলাধুনা করা হচ্ছে। সবচেয়ে বেশি সমালোচিত হচ্ছেন বাবর আজম। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে খারাপ খেলায় ওয়ানডে ও টি২০ নেতৃত্ব থেকে আবার তাঁকে সরিয়ে দেওয়া হতে পারে বলে খবর দিয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম।
তাঁর বদলে সীমিত ওভারে দলের অধিনায়ক হতে পারেন মোহাম্মদ রিজওয়ান। টেস্ট অধিনায়ক শান মাসুদের নেতৃত্বও হুমকির মুখে। তাকেও সরিয়ে তিন ফরম্যাটেই দায়িত্ব দেওয়া হতে পারে রিজওয়ানকে। ২২ সেপ্টেম্বর থেকে পিসিবির উচ্চ পর্যায়ের একটি কর্মশালা আছে। সেখানে পাকিস্তানের ক্রিকেটের ভবিষ্যৎ নির্ধারণ হবে।
বেশ কিছুদিন ধরেই পাকিস্তানের ক্রিকেটের বাজে অবস্থা। গত বছর ৫০ ওভারের বিশ্বকাপে সেমিতে খেলতে পারেনি তারা, টি২০ বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের কাছে হারে সুপার এইটে জায়গা পায়নি। আর সর্বশেষ ঘরের মাঠে বাংলাদেশের কাছে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে। বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টে ব্যাটিংয়ে ব্যর্থ হওয়ায় সমালোচনায় বিদ্ধ হচ্ছেন বাবর আজম।
পাকিস্তানের সংবাদ মাধ্যমের খবর, সাদা বলের নেতৃত্ব থেকে বাবরকে সরিয়ে দেওয়াটা একপ্রকার নিশ্চিতই। এ কারণেই নাকি পাকিস্তানের ঘরোয়া প্রতিযোগিতা চ্যাম্পিয়ন্স ওয়ানডে কাপের কোনো দলের নেতৃত্বে রাখা হয়নি বাবরকে। সংবাদ মাধ্যমের দাবি, সীমিত ওভারের দলের কোচ গ্যারি কার্স্টেন নাকি তাঁর রিপোর্টে অধিনায়ক হিসেবে বাবর আজমের পরিবর্তে রিজওয়ানকে পছন্দ বলে সাফ জানিয়ে দিয়েছেন।
গত ওয়ানডে বিশ্বকাপের পরও নেতৃত্ব ছেড়েছিলেন বাবর। তবে শাহিন আফ্রিদির অধিনায়কত্বে পাকিস্তান এত বাজে খেলে যে, ৩১ মার্চ আবার সীমিত ওভারের দলের নেতা হিসেবে ফিরিয়ে আনা হয় বাবরকে। কিন্তু তাঁর নেতৃত্বে টি২০ বিশ্বকাপে চরম ব্যর্থ হয় পাকিস্তান। আবার সরিয়ে দেওয়া হচ্ছে বাবরকে।
২২ সেপ্টেম্বর চেয়ারম্যান মহসিন নকভির সভাপতিত্বে সেই সভায় পিসিবির বড় কর্তাদের সঙ্গে সাদা বলের কোচ গ্যারি কার্স্টেন, লাল বলের কোচ জেসন গিলেস্পি, হাইপারফরম্যান্স সেন্টারের প্রধানরা, সিনিয়র ক্রিকেটার, দেশটির ঘরোয়া ক্রিকেটের প্রতিনিধিরা হাজির থাকবেন। কার্স্টেন গত জুলাই মাসেই রিপোর্ট জমা দিয়ে বাড়ি চলে গেছেন। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের পর গিলেস্পিও ছুটিতে অস্ট্রেলিয়া ফিরে গেছেন। পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি নেতৃত্ব পরিবর্তনের বিষয়ে হস্তক্ষেপ না করার কথা জানিয়েছেন।
গত শনিবার লাহোরে গাদ্দাফি স্টেডিয়ামের নির্মাণকাজ পরিদর্শনের সময় তিনি বলেন, ‘আমি এই বিষয়টি (নেতৃত্ব পরিবর্তন) তাদের (নির্বাচক ও কোচ) ওপর ছেড়ে দিয়েছি।’ তিনি আরও বলেন, ‘২২ সেপ্টেম্বর থেকে আমাদের একটি কর্মশালা আছে। সেখানে মতামত দেওয়ার জন্য অনেককেই আমন্ত্রণ জানানো হয়েছে। এর পরই সিদ্ধান্ত হবে।’ আগামী নভেম্বরে অস্ট্রেলিয়া সফরে টি২০ দিয়ে নেতৃত্ব শুরু করতে পারেন রিজওয়ান।