ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

ভারত সিরিজে কেন জাকের আলী, জানাল বিসিবি

ভারত সিরিজে কেন জাকের আলী, জানাল বিসিবি

ছবি- সংগৃহীত

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৪ | ১৮:৪৫ | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৪ | ১৮:৫৫

ভারতে আগামী ১৯ সেপ্টেম্বর থেকে দুই টেস্টের সিরিজ শুরু করবে বাংলাদেশ। দুই টেস্টের সিরিজের জন্য ১৬ জনের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচকরা। দলে প্রথমবার ডাক পেয়েছেন উইকেটরক্ষক ব্যাটার জাকের আলী। পেসার শরিফুল ইসলামকে বিশ্রাম দেওয়া হয়েছে। এই সিরিজে একটিই পরিবর্তন আনা হয়েছে।

শরিফুলকে বিশ্রামে রাখার কারণ হিসেবে নির্বাচক হান্নান সরকার বলেন, ‘শরিফুলকে আসলে শতভাগ ফিট বলা যাবে না। (পাকিস্তানে) দ্বিতীয় টেস্টেই ও আনফিট ছিল। যে কারণে নির্বাচনী প্রক্রিয়ায় ছিল না। তারপর সেই প্রক্রিয়ায় ওকে ফলো-আপে রাখা হয়েছে। ফিজিও-ট্রেনাররা তার দেখভাল করছেন। তাকে টেস্টের জন্য শতভাগ ফিট বলব না। কারণ টেস্টে ১৫-২০ ওভার বোলিং দরকার হতে পারে। সামনে আমাদের টি-টোয়েন্টি খেলাও আছে। ওই সংস্করণেও শরিফুল আমাদের গুরুত্বপূর্ণ ক্রিকেটার। ’

বাংলাদেশের টেস্ট দলে আছেন আট ব্যাটার। তারপরেও পেসারের বদলে কেনো জাকের আলীকে নেওয়া হয়েছে এমন প্রশ্নে হান্নান বলেন, ‘জাকের আলি অনিকের বিষয়টা... আমরা একটা জিনিস মাথায় রেখেছি, কন্ডিশন ও প্রতিপক্ষ। সেই জায়গা থেকে আমরা পাকিস্তানে ৫ জন পেসার নিয়ে গিয়েছিলাম। এবার আমরা একজন পেসার কমিয়েছি। ওই জায়গায় একজন ব্যাটসম্যান বাড়িয়েছি, মিডল-অর্ডার স্পেশালিস্ট। আমাদের টিম কম্বিনেশনে মনে হয়, মিডল-অর্ডারে একটা বিকল্প বাড়ান দরকার, কন্ডিশন ও প্রতিপক্ষ বিবেচনায়। তাই ব্যাটসম্যান বাড়িয়েছি।’

জাকেরের ঘরোয়া পারফরম্যান্সের কথা জানিয়ে হান্নান বলেন, ‘জাকেরের যে বিষয়টা, জাকের কিন্তু... তার রেকর্ড যদি দেখেন এনসিএল, বিসিএল, লঙ্গার ভার্শনে রেকর্ডগুলো যদি দেখেন, একটা আইডিয়া হয়তো পেয়ে যাবেন যে সে লঙ্গার ভার্শনের জন্য খুব কার্যকর ক্রিকেটার হতে পারে। দুর্ভাগ্যবশত চোটের কারণে হয়তো আরও আগে অভিষেক বা সুযোগ থাকলেও হয়তো হয়নি। বা দলে আসার সুযোগ থাকার পরও পারেনি। আর সম্প্রতি আপনারা জানেন, পাকিস্তানে সে একটা ১৭২ রানের ইনিংস খেলেছে, লম্বা সময় ধরে খেলেছে, খুব ভালো খেলেছে। সব কিছু বিবেচনায় নিয়ে জাকেরকে আমরা এক ধাপ এগিয়ে রেখেছি।’

 

আরও পড়ুন

×